E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু

২০২২ জুলাই ২৮ ১৬:৩৬:২৫
নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু

নওগাঁ প্রতিনিধি : “বৃক্ষপ্রাণে প্রকৃতি পরিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ” এই স্লোগানে নওগাঁয় শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা। এ উপলক্ষে বৃহস্পতিবার কৃষ্ণধন (কেডি) সরকারি উচ্চ বিদ্যালয় চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে শহরের মুক্তির মোড়ে গিয়ে শেষ হয়। পরে মুক্তির মোড়ে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আগামী বুধবার পর্যন্ত চলবে এই মেলা।

মেলার উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিএএ। রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা রফিকুজ্জামান শাহর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মোহাম্মদ শাহনেওয়াজ, নওগাঁর সহকারী বন সংরক্ষক মেহেদীজ্জামান এবং জেলা নার্সারী মালিক সমিতির পক্ষে মোস্তাক আহম্মেদ।

মেলায় বন বিভাগ, কৃষি সম্প্রসারন অধিদপ্তর, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষসহ ব্যাক্তিগত ও বেসরকারী উন্নয়ন সংগঠন সমূহের প্রায় ৪০ টি ষ্টলে প্রচুর সংখ্যক ফলদ, বনজ ও ঔষধী গাছের চারার সমাহার ঘটেছে। অনুষ্ঠানে সামাজিক বনায়নের লভ্যাংশ হিসেবে জেলা প্রশাসকের নিকট ৪৫লাখ ৪৫হাজার টাকা, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর নিকট ৭লাখ ৮০ হাজার টাকা এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার নিকট ১লাখ ৯৬ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে বক্তারা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সবুজ বাংলাদেশ গড়তে প্রত্যেককে অন্তত একটি করে গাছ লাগনোর আহ্বান জানান।

(বিএস/এসপি/জুলাই ২৮, ২০২২)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test