E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জলঢাকা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন ঘিরে অস্থিরতা

২০২২ জুলাই ২৯ ১৭:০০:১৮
জলঢাকা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন ঘিরে অস্থিরতা

ওয়াজেদুর রহমান কনক, নীলফামারী : নীলফামারীর জলঢাকা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে আগামীকাল ৩০ জুলাই। ১৮ বছর পর অনুষ্ঠিতব্য এই সম্মেলন ঘিরে দেখা দিয়েছে অস্থিরতা। গত রবিবার রাতে উপজেলার ডাকবাংলো মাঠে সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা আওয়ামীলীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ ও সাধারণ সম্পাদক এ্যাড. মমতাজুল হকসহ জেলার শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান চলাকালীন সময়ে জেলা আওয়ামীলীগের সভাপতি দেওয়ান কামাল আহম্মেদ তার বক্তব্যে সাবেক এমপি ও জলঢাকা উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফার নাম ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে ঘোষণার প্রতিবাদ জানায় উপস্থিত আওয়ামীলীগের একাংশের নেতৃবৃন্দ।

এরই মধ্যে জেলা নেতাদের সামনে চেয়ার ভাংচুর ও ঢিলা ছুড়াছুঁড়ি হলে এক পর্যায়ে উভয়পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় গ্রুপের কমপক্ষে ১৫ জন নেতাকর্মী আহত হয়েছে বলে জানা গেছে। আহত হন জেলা নেতৃবৃন্দ,পরে সভাস্থল ত্যাগ করে চলে যান জেলা নেতৃবৃন্দ।

এ ঘটনায় জলঢাকায় সোমবার দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচির আয়োজন করলে পুলিশের বাধায় তা পণ্ড হয়। পরবর্তীতে প্রস্তুতি সভায় হামলার প্রতিবাদে দুপুরে দলের অস্থায়ী কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর হামিদুল এহসান চানু এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে সম্মেলন প্রস্তুতি কমিটির আলোচনা সভায় হামলার জন্য সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফাকে দায়ী করেন তিনি।

অপরদিকে প্রস্ততি সভায় হামলার প্রতিবাদে জলঢাকা সরকারি কলেজ মাঠে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক এমপি অধ্যাপক গোলাম মোস্তফা।তিনি সাধারণ সম্পাদক শহীদ হোসেন রুবেলকে হামলার জন্য দায়ী করেন।

এ দিকে নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে আলোচনা সভায় পরিকল্পিত ভাবে বহিরাগতদের সমাবেশ ঘটিয়ে নেতৃবৃন্দকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ, ভাংচুর, নেতৃবৃন্দের গায়ে চেয়ার, ইটপাটকেল ছুঁড়ে আহত করা, নির্ধারিত সম্মেলন বাঁধাগ্রস্থ করার ঘটনায় জড়িত থাকার অভিযোগ এনে জলঢাকা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহীদ হোসেন রুবেলকে অব্যাহতি দেওয়া হয়েছে।জেলা আওয়ামী লীগের সভাপতি কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদ ও সংগঠনের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক সাক্ষরিত একটি চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।এই চিঠিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক সাক্ষর করেছেন।

ফলে জলঢাকা উপজেলা আওয়ামীলীগের দুই গুরুত্বপূর্ণ নেতার অনুসারীদের মাঝে থমথমে উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা করছে সচেতন মহল

এমন পরিস্থিতির মধ্যেই আগামীকাল ৩০শে জুলাই জলঢাকা উপজেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে দেখা গেছে অনিশ্চয়তা। তবে জেলা আওয়ামীলীগ সুত্রে জানা গেছে, নির্দিষ্ট তারিখেই উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।

১৮ বছর পর আগামী ৩০ জুলাই নীলফামারীর জলঢাকা উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে। জলঢাকা মডেল পাইলট উচ্চবিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলনকে কেন্দ্র করে তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তাঁরা মনে করছেন, নতুন নেতৃত্ব আওয়ামী লীগকে সুসংগঠিত করবে। দূর হবে দলীয় কোন্দল। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে জলঢাকার তৃণমূলের নেতা-কর্মীরা এ সম্মেলনের মাধ্যমে সঠিক নেতৃত্ব বাছাই করবেন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ একটি সুশৃঙ্খল রাজনৈতিক দল। এই সম্মেলন ঘিরে যদি দলের কোনো ব্যক্তি বিশৃঙ্খলা করার চেষ্টা করে, তাহলে সাংগঠনিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সদ্য অব্যাহতি পাওয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহীদ হোসেন রুবেল জানান, সম্মেলনের তারিখ ঘোষণার মধ্য দিয়ে প্রস্তুতি গ্রহণের কাজ শুরু হয়েছে। তিনি আশা করেন, সম্মেলন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। জলঢাকা ডিগ্রি কলেজ অথবা মডেল পাইলট উচ্চবিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য ভেন্যু হিসেবে চিহ্নিত করা হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা বলেন, দীর্ঘদিন পর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন ঘিরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। আগামী ৩০ তারিখের সম্মেলন সবার অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে কাজ করছে সম্মেলন প্রস্তুত কমিটি।

জলঢাকা উপজেলা আওয়ামীলীগের সম্মেলনে সভাপতি পদে যারা আলোচনায় আছেন, তারা হলেন অধ্যাপক গোলাম মোস্তফা, শহীদ হোসেন রুবেল, বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমান চানু, জায়েদ আলী, আব্দুল মান্নান, মোফাজ্জল হক।
সাধারণ সম্পাদক পদে যারা আলোচনায় আছেন, তারা হলেন। আব্দুল ওয়াহেদ বাহাদুর, একে আজাদ, আবু সাইদ শামীম, মোঃ নুরুজ্জামান, সারওয়ার হোসেন সাদের।

উল্লেখ্য, সর্বশেষ ২০০৪ সালে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে আনছার আলী মিন্টু সভাপতি এবং সহীদ হোসেন রুবেল সাধারণ সম্পাদক নির্বাচিত হন। গত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আনছার আলী মিন্টু পদ হারিয়েছেন।

(ওকে/এসপি/জুলাই ২৯, ২০২২)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test