E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গৌরনদীতে চেয়ারম্যান কার্যালয়ে মেয়র গ্রুপের হামলা

২০১৪ এপ্রিল ২৭ ১৭:১১:৪৪
গৌরনদীতে চেয়ারম্যান কার্যালয়ে মেয়র গ্রুপের হামলা

বরিশাল আঞ্চলিক প্রতিনিধি : ঠিকাদারী কাজের টেন্ডার নিয়ে বিরোধের জেরধরে বরিশালের গৌরনদী উপজেলা পরিষদের আ’লীগ দলীয় চেয়ারম্যানের কার্যালয়ে রোববার দুপুরে হামলা চালিয়ে ব্যপক ভাংচুরসহ নেতাকর্মীদের নয়টি মটরসাইকেল ভাংচুর করেছে একই দলের পৌর মেয়রের নেতৃত্বে তার সমর্থকেরা। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, এডিপি ফান্ডের সাত গ্রুপের প্রায় ৫০ লাখ টাকার টেন্ডারের দরপত্র জমা দেয়ার শেষ দিন ২৯ এপ্রিল। গুজ প্রক্রিয়ার (সমঝোতা) মাধ্যমে ওই কাজ বাগিয়ে নেয়ার জন্য রোববার দুপুরে উপজেলা চেয়ারম্যান শাহ আলম খান ও ভাইসচেয়ারম্যান ফরহাদ মুন্সীর নেতৃত্বে তাদের সমর্থকদের নিয়ে চেয়ারম্যান কার্যালয়ে গুজ মিটিং চলছিলো। মিটিং চলাকালীন সময় মেয়রের লোকজনে অকর্কিতভাবে হামলা চালিয়ে চেয়ারম্যান কার্যালয়সহ নেতাকর্মীদের নয়টি মটরসাইকেল ভাংচুর করে।

পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. হারিছুর রহমান হারিছ অভিযোগ করেন, গুজ মিটিংয়ে উপজেলা ও পৌর আ’লীগের কোন নেতৃবৃন্দদের ডাকা হয়নি। বরং মিটিংয়ের মধ্যে উপজেলা ও পৌর আ’লীগ এবং তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে কটুক্তি করে গালাগাল করা হয়। এ ঘটনার প্রতিবাদে উত্তেজিত নেতাকর্মীরা চেয়ারম্যান কার্যালয়ে গেলে তাদের ওপর চেয়ারম্যানের সমর্থকেরা হামলা চালায়। খবর পেয়ে তিনি (মেয়র) ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত নেতাকর্মীদের শান্ত করে নিয়ে আসেন।

হামলা ও কটুক্তির অভিযোগ অস্বীকার করে উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ মুন্সী জানান, মেয়রের নেতৃত্বে তাদের কার্যালয়ে হামলা চালিয়ে দরজা-জানালাসহ অফিসের আসবাবপত্র ও নেতাকর্মীদের নয়টি মটরসাইকেল ব্যপক ভাংচুর করা হয়েছে। গৌরনদী থানার ওসি আবুল কালাম জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

(ওএস/এটি/এপ্রিল ২৭, ২০১৪)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test