E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে পবিত্র ঈদুল আযহা

২০১৪ অক্টোবর ০৬ ১৮:০১:১১
সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে পবিত্র ঈদুল আযহা

সাতক্ষীরা প্রতিনিধি : সারা বিশ্বের মুসলিম উম্মার সুখ ও সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় সাতক্ষীরায় পালিত হচ্ছে পবিত্র ঈদুল আযহা। দিবসটি উদযাপন উপলক্ষে সোমবার সকাল থেকে জেলার বিভিন্ন ঈদগাহ ও মসজিদ চত্বরে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এ ছাড়া ব্যক্তিগত ও যৌথভাবে গরু, ছাগল ও মহিষ কোরবানি করা হয়।

সোমবার সকাল পৌনে ৮টায় সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এখানে উপস্থিত ছিলেন সাংসদ মোস্তাক আহম্মেদ রবি,কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের সভাপতি জেলা প্রশাসক মোঃ নাজমুল আহসান, সাধারন সম্পাদক সৈয়দ নাজমুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, পৌর মেয়র এমএ জলিল, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নিজামউদ্দিন, সাংবাদিক, আইনজীবী, বিভিন্ন পেশাজীবি সংগঠণের নেতৃবৃন্দসহ কয়েক হাজার ধর্মপ্রাণ মুসলিম।


ঈদের জামায়াত পরিচালনা করেন মোহাদ্দিস আব্দুল করিম।

এ ছাড়া সাতক্ষীরা স্টেডিয়াম, কালেক্টরেট মসজিদ, পুলিশ লাইন ছাড়াও শহরের কয়েকটি ঈদগায়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৮টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে আহলে হাদিছের পক্ষ থেকে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। এদিকে সোমবার সকাল সাড়ে ৮টায় সাতক্ষীরা সদর উপজেলার সীমান্তবর্তী ছনকা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ভাড়–খালি মুক্তিযোদ্ধা অফিস ভাঙচুরের পর অগ্নিসংযোগ(মামলা নং-জিআর-১৪৯/১৩), পাঁচানিতে এক যুবলীগ নেতা কামাল হোসেন ও তার বাবাকে পিটিয়ে জখম করার ঘটনায় দায়েরকৃত মামলাসহ (জিআর-৮৭৩/১৩ ) কমপক্ষে ৬টি সহিংসতার মামলার পলাতক আসামী ঘোনা ইউনিয়ন জামায়াতের আমীর মোশারফ হোসেন ঈদের নামাজ পড়ানোকে কেন্দ্র করে ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে সদর থানা পুলিশকে অবহিত করলেও তারা কোন ব্যবস্থা নেননি বলে অভিযোগ করেন স্থানীয় মুসল্লিরা। এ ছাড়া নামাজের পরবর্তী বিশেষ মুনাজাতে জামায়াত নেতা আলেমে বিন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীসহ ইসলামী আন্দোলনের সকল কারাবন্দী নেতা কর্মীর মুক্তির প্রার্থনা করা হয়। বাংলাদেশকে মুসলিম রাষ্ট্রে পরিণত করা ছাড়াও যারা হেদায়েত হবে না তাদের উপর গজব নজিল করার প্রার্থনা করা হয়।

(আরকে/পি/অক্টোবর ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test