E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Technomedia Limited
Mobile Version

গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালকসহ নিহত ২ 

২০২২ আগস্ট ০৬ ১৬:০৩:৪২
গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালকসহ নিহত ২ 

গাইবান্ধা প্রতিনধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জের বোয়ালিয়া গাইবান্ধা মোড়ে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও দুই জন গুরুতর আহত হয়েছে। আজ শনিবার সকাল ৬ ঘটিকার সময় এ দুর্ঘনাটি ঘটে। 

জানা যায়, ঢাকা থেকে ছেরে আসা শাহজালাল শাহ পরান নামের একটি যাত্রী বাহি বাস বোয়ালিয়া মোরে এসে, ভ্যানে থাকা তিনজন প্যাসেনজারের উপরে তুলে দেয় ফলে ঘটনা স্থলেই ভ্যান চালকসহ দুইজন নিহত হয়। এবং ঘাতক বাসটি গাড়ী নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বাসটির নিচে ভ্যান আটকে গেলে প্রায় আধা কিলোমিটার যাওয়ার পর যখন গাড়িটি নিয়ে যাওয়া সম্ভব না হলে গাড়ীটি রেখে গাড়ীর ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়। পরে ঘটনা বেগতিক দেখে যাত্রীরা গাড়ী থেকে নেমে যায়।

আহত দুইজনকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে তাদের অবস্থা আশংকা জনক হওয়ার তাদেরকে রংপুর মেডিকেল কলেজে রিফাট করা হয়। নিহত ভ্যান চালক শাহাজাহান আলী(৫০) বোয়ালিয়ার গ্রামের শিববারী পাড়ার আলহাজ্ব বাতেন মন্ডলের ছেলে । অন্য আর একজন হলেন নয়াপাড়া কৃষ্ণপুর গ্রামের এনামুল শেখ এর ছেলে ফরিদ শেখ(২২)। আহত দুইজন হলেন ফুলবাড়ী ইউনিয়নের সোহাগী গ্রামের মোজাম্মেল এর পুত্র এজাদুল(৩৫), মালাধর গ্রামের ইয়াছিন আলীর পুত্র হামিদুল।

দুর্ঘনার বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ ফায়ার স্টেশন অফিসার আরিফ হোসেন।

(এস/এসপি/আগস্ট ০৬, ২০২২)

পাঠকের মতামত:

০৯ আগস্ট ২০২২

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test