E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মৌলভীবাজারে সপ্তাহব্যাপী ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনের উদ্বোধন

২০২২ আগস্ট ০৭ ১৬:১৮:৪৭
মৌলভীবাজারে সপ্তাহব্যাপী ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনের উদ্বোধন

শাহরিয়ার খান সাকিব, মৌলভীবাজার সদর : “মানবতার কল্যাণে এগিয়ে আসুন রক্তদানে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ও রক্তদানে উৎসাহকরণের লক্ষ্যে উত্তরা ডায়গনস্টিক সেন্টারের সার্বিক সহযোগিতায় মৌলভীবাজারের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন “মানবতাই শ্রেষ্ঠ দান সমাজকল্যাণ সংস্থা” জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে “সপ্তাহব্যাপী ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন”এর উদ্যোগ গ্রহণ করেছে।

শনিবার (৬ আগস্ট) সকাল ১০টায় থেকে বিকাল ৪টা পর্যন্ত আয়োজিত “সপ্তাহব্যাপী ফ্রি ব্লাড ক্যাম্পেইনের” প্রথম দিনে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কাশীনাথ আলাউদ্দিন হাইস্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে প্রায় সাড়ে তিনশো শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কাশীনাথ আলাউদ্দিন হাইস্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কালাম হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কাশীনাথ আলাউদ্দিন হাইস্কুল এন্ড কলেজের সিনিয়র সহকারি শিক্ষক লক্ষীকান্ত দেব, সহকারি শিক্ষক মো. মুরাদ আলম, সংগঠনের উপদেষ্টা রুমান আহমদ।

সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- প্রতিষ্ঠাতা-পরিচালক মাহমুদ হোসেন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান, সহ-সভাপতি মোকারিম আহমদ, সাধারণ সম্পাদক মো. মোছাব্বির রহমান, সহ-সাধারণ সম্পাদক রাইছুল ইসলাম ইমামুল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সুমন, সহ-সাংগঠনিক সম্পাদক রিমন আহমদ, ক্রিড়া সম্পাদক জাহেদ আহমদ, কার্যনির্বাহী সদস্য নজরুল ইসলাম, সাব্বির রহমান, আব্দুল্লাহ আল-মামুন, জুবায়ের আহমদ, আব্দুল্লাহ আল-মাছুম, নাঈম আহমেদ সাব্বু, সাফি আহমেদ, সেজান আহমেদ, নাঈম আহমেদ প্রমুখ।

রক্তের গ্রুপ নির্ণয় করতে আসা কয়েকজন শিক্ষার্থী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ”মানবতাই শ্রেষ্ঠদান সমাজকল্যাণ সংস্থা” এটি খুব ভালো একটি উদ্যোগ নিয়েছে। যার ফলে আমরা অনেকে ব্লাড গ্রুপ জানতে পেরেছি। পাশাপাশি আমাদের পরিবার কিংবা আমাদের কোনো আত্মীয়-স্বজনের জন্য রক্ত লাগলে আমরা রক্ত দিতে পারবো।

ক্যাম্পেইনের বিষয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মাহমুদ হোসেন চৌধুরী বলেন, আমরা সপ্তাহব্যাপী ফ্রি ব্লাড ক্যাম্পেইনের উদ্যোগ গ্রহণ করেছি। জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহব্যাপী আমাদের এই কার্যক্রম চলবে। আজ আমরা প্রায় সাড়ে তিনশো শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করেছি। সাত দিনব্যাপি আমরা জেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় করবো। বর্তমানে যেকোন কাজেই রক্তের গ্রুপ প্রয়োজন হচ্ছে। মানুষেরা অধিকাংশই তাদের রক্তের গ্রুপ সম্পর্কে অবহিত না। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থীরাও অনেকে তাদের রক্তের গ্রুপ জানে না। এজন্য আমরা তাদেরকে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উদ্বুদ্ধ করতে ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের আয়োজন করেছি।

(এসকে/এসপি/আগস্ট ০৭, ২০২২)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test