E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরিশালে ৯ জেলেকে জরিমানা, ১০ হাজার মিটার জাল জব্দ

২০১৪ অক্টোবর ০৭ ১৩:১৯:৩০
বরিশালে ৯ জেলেকে জরিমানা, ১০ হাজার মিটার জাল জব্দ

বরিশাল প্রতিনিধি : বরিশালের তেতুলিয়া নদীতে অভিযান চালিয়ে জেলা মৎস অধিদপ্তর ও কোস্টগার্ডের যৌথ দল ৯ জেলেকে আটক করেছে।

এ সময় তাদের কাছ থেকে ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও ১০ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়।

পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক সীতেশ চন্দ্র সরকার প্রত্যেককে ২ হাজার টাকা করে জরিমানা করেন।

সোমবার রাত ৮টা থেকে মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত বরিশালের বাকেরগঞ্জ উপজেলা সংলগ্ন তেতুলিয়া নদীতে এ অভিযান পরিচালিত হয়।

জেলা মৎস কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, ৫ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ভরা প্রজনন মৌসুমে নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকায় এ অভিযান চালানো হয়।

তিনি জানান, জব্দকৃত জাল পুড়িয়ে দেওয়ার প্রস্ততি নেওয়া হচ্ছে এবং উদ্ধারকৃত মাছ স্থানীয় এতিমখানায় দিয়ে দেওয়া হয়েছে।

নদীতে মাছ ধরা বন্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এ মৎস কর্মকর্তা।

(ওএস/এইচআর/অক্টোবর ০৭, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test