E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

গরমে ফ্রি শরবত

২০১৪ এপ্রিল ২৭ ১৮:০৮:০২
গরমে ফ্রি শরবত

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি : ভৈরব দুর্জয় মোড় সংলগ্ন নূরানী মসজিদে গত ১ সপ্তাহ ধরে পথচারী, যানবাহনের যাত্রীসহ বিভিন্ন শ্রেনীর, পেশার মানুষদের ফ্রি শরবত পান করানো হচ্ছে।

প্রচন্ড তাপদাহ ও গরম থেকে স্বস্তি পেতে মসজিদ কর্তৃপক্ষ ব্যানার টানিয়ে ও বার বার মাইকে শরবত পান করতে জনগনকে আহ্বান করছে। শরবত তৈরীতে প্রতিদিন ১ বস্তা চিনি, ৮ শত লেবুর রস ও বরফ পানি ব্যবহার করা হচ্ছে।

সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত প্রায় ২ হাজার লোক শরবত পান করছে। মসজিদের খতিব আলহাজ মাওলানা এনায়েত উল্লাহ জানান, প্রচন্ড গরমে সামান্য পিঁপাসা মেটাতে এই আয়োজন। দেশের সর্বত্র এ অনুকরণ চালু হওয়ার আশা করছি। প্রতি ১৫ সেকেন্ডে ১ জন লাইনে দাঁড়িয়ে এখানে শরবত পান করছে।

(এআর/এটি/এপ্রিল ২৭, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test