E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গ্রেপ্তার ১০ ডাকাতকে টাঙ্গাইল গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর

২০২২ আগস্ট ০৯ ১৮:০৫:২৩
গ্রেপ্তার ১০ ডাকাতকে টাঙ্গাইল গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর

মোঃ সিরাজ আল মাসুদ, টাঙ্গাইল : কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঈগল পরিবহণের বাসে ডাকাতি ও যৌন নিগ্রহের ঘটনায় র‌্যাবের হাতে গ্রেপ্তার মূল পরিকল্পনাকারী রতন হোসেনসহ ১০ জনকে টাঙ্গাইল গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোমবার (৮ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে চাঞ্চল্যকর এই মামলার আসামিদের বুঝে পেয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। মঙ্গলবার(৯ আগস্ট) তাঁদের আদালতে হাজির করা হবে বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের(ডিবি-উত্তর) অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন।

র‍্যাব জানায়, রোববার ঢাকা, সাভার, গাজীপুর, সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে অভিযান চালিয়ে ডাকাত চক্রটির ১০ সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মূল পরিকল্পনাকারী রয়েছেন। তাঁর নাম রতন হোসেন। তাঁর বিরুদ্ধে ডাকাতির একাধিক মামলা রয়েছে।

র‍্যাবের বিবরণ অনুযায়ী গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. রতন হোসেন, মো. আলাউদ্দিন, সোহাগ মণ্ডল, খন্দকার মো. হাসমত আলী, বাবু হোসেন, মো. জীবন, আবদুল মান্নান, নাঈম সরকার, রাসেল তালুকদার ও আসলাম তালুকদার।

রতন হোসেনের বাড়ি টাঙ্গাইলের মধুপুর উপজেলার ধলপুর গ্রামে। সোমবার দুপুরে রতনকে গ্রেপ্তারের খবর গণমাধ্যমে প্রচারিত হওয়ার পর তাঁর মা বাড়িতে তালা দিয়ে অন্যত্র চলে যান।

স্থানীয় বাসিন্দারা জানান, ১০-১২ বছর আগে পার্শ্ববর্তী কুড়ালিয়া গ্রাম থেকে এসে জমি কিনে রতনের পরিবার এখানে বাড়ি করেছে। তবে রতন ঢাকায় থাকেন বলে গ্রামের মানুষেরা জানেন। রতন ও তাঁর ভাই আয়নালের নামে একাধিক ডাকাতি ও ছিনতাইয়ের মামলা রয়েছে। এর আগেও তাঁরা কারাভোগ করেছেন। ওই গ্রামের বৃদ্ধ মীর আলী বলেন, এলাকার কারও সঙ্গে রতনদের তেমন যোগাযোগ ছিল না।

প্রকাশ, কুষ্টিয়ার দৌলতপুর থেকে নারায়ণগঞ্জ হয়ে চট্টগ্রামগামী ঈগল পরিবহণের একটি বাস যাত্রা শুরু করে। রাত সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জের একটি খাবারের হোটেলে বাসটি যাত্রাবিরতি নেয়। সেখান থেকে ছেড়ে আসার পর তিন দফায় যাত্রী সেজে ওই বাসে ওঠেন ডাকাত চক্রের সদস্যরা।

বাসটি টাঙ্গাইল পার হওয়ার পর তাঁরা অস্ত্রের মুখে বাসটির নিয়ন্ত্রণ নেন। তাঁরা যাত্রীদের বেঁধে সব লুটে নেন। এ সময় বাসে থাকা এক নারী যাত্রীকে পালাক্রমে যৌন নিগ্রহ করা হয়।

(এসএম/এসপি/আগস্ট ০৯, ২০২২)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test