E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Technomedia Limited
Mobile Version

চাঁদপুরে পদ্মায় ডাকাতির প্রস্ততি

স্প্রীডবোট গুলি আগ্নেয়াস্ত্রসহ ৫ নৌ ডাকাত গ্রেফতার 

২০২২ আগস্ট ১২ ১৭:২৪:৫৩
স্প্রীডবোট গুলি আগ্নেয়াস্ত্রসহ ৫ নৌ ডাকাত গ্রেফতার 

উজ্জ্বল হোসাইন, চাঁদপুর : চাঁদপুরে পদ্মা নদীতে স্প্রীডবোট নিয়ে ডাকাতির প্রস্তুতিকালে আগ্নেয়াস্ত্রসহ ডাকাতদলের ৫ সদস্যকে আটক করেছে নৌ পুলিশ।

১১ আগস্ট বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পদ্মা নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ১টি স্পিডবোট, ২ টি পাইপগান, ৭টি সিসার তাজা কার্তুজ, ৮টি রামদা, দেশীয় দা ১টি, স্কুডাইভার ১টি, সাবল ২টি ও বিভিন্ন মডেলের ২০টি মোবাইল সেট উদ্ধার করা হয়।

২টি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ দেশি অস্ত্র জব্দ করে পুলিশ। আটককৃতরা হলেন—মুন্সিগঞ্জের আকতার হোসেন (৩০), ইকবাল মুন্সি (২৮), আবুল বাসার (২২), শাকিল দেওয়ান (২১) ও ইয়ামিন (১৯)।

শুক্রবার ১২ আগস্ট সকালে নৌ পুলিশ সুপার চাঁদপুর অঞ্চল কার্যালয়ের সভাকক্ষে প্রেসব্রিফিং এর মাধ্যমে এ তথ্য জানিয়েছেন নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান।

নৌ পুলিশ সুপারের নেতৃত্বে অভিযানে অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ বেলায়েত হোসেন শিকদার, এসআই জহিরুল হক, এএসআই মোঃ শহিদুল ইসলাম, কনস্টেবল মোঃ আবুল বাশার, মোঃ রেজাউল ইসলাম, মেজবাহ উদ্দিন, এস. এম. ইসরাফিল হোসেন।

প্রেসব্রিফিং এ জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে পদ্মা নদীতে স্পীডবোট যোগে ১২/১৩ জন ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বলে পুলিশ জানতে পারে। উক্ত সংবাদের ভিত্তিতে নৌ পুলিশের অভিযান দল ডাকাতদের ধাওয়া করে। পুলিশের ধাওয়া খেয়ে ডাকাতরা পুলিশ কে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে। পরে পুলিশও আত্মরক্ষার্থে শটগান হতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে। পুলিশের ধাওয়া খেয়ে ডাকাতদল পদ্মা নদীর মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার গাঁওদিয়া বাজার সংলগ্ন নদীর পাড়ে তাদের স্প্রীডবোটি রেখে লাফিয়ে তীরে নামে এবং দৌড়ে পাটক্ষেতে আত্মগোপন করে।

তাৎক্ষনিক মাঝিরঘাট নৌ পুলিশ সদস্যরা অভিযানে অংশ নেয়। পরে পাটক্ষেত তল্লাশি করে সন্ধ্যা সাড়ে ৬টায় ডাকাত আক্তার হোসেন ও ইকবাল মুন্সি ওরফে সুমন কে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃতদের তথ্য ও দেখানো মতে পদ্মা নদীর তীরবর্তী পাটক্ষেত, ধইঞ্চা ক্ষেত, ডোবা নালার কচুরিপানায় চিরুনী তল্লাশি করে ডাকাত মোঃ আবুল বাশার কে ১টি পাইপগান ও ৪ টি কার্তুজসহ গ্রেফতার করা হয়। ভোররাত সাড়ে ৪টায় ডাকাত মোঃ শাকিল দেওয়ান কে ১টি পাইপগান ও ৩ টি কার্তুজসহ গ্রেফতার করা হয়। ভোর ৫ টায় পূর্ব পালগাঁও সংলগ্ন ডোবা হতে সর্বশেষ ডাকাত মোঃ ইয়ামিন কে গ্রেফতার করা হয়।

চাঁদপুরের নৌ পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান জানান, বিকেলে পদ্মা নদীতে ডাকাতির প্রস্তুতির খবর শুনে পুলিশ ঘটনাস্থলে গেলে ডাকাতরা পুলিশ কে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে। পুলিশও আত্মরক্ষার্থে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। সারারাত অভিযান শেষে ২টি পাইপগান ও দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেফতার করা হয়। এদের মধ্যে ২ জন একাধিক মামলার আসামী। বাকি আসামীদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

(ইউ/এসপি/আগস্ট ১২, ২০২২)

পাঠকের মতামত:

২৮ সেপ্টেম্বর ২০২২

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test