E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমান রেল জাদুঘর এখন মধুখালীতে

২০২২ আগস্ট ১৩ ১৫:৪২:২৮
বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমান রেল জাদুঘর এখন মধুখালীতে

মো. মনিরুজ্জামান মৃধা মন্নু, মধুখালী : সর্বকালের সর্বশ্রেষ্ঠ  বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর কর্মময় ও রাজনৈতিক  জীবন ও সঠিক ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরার লক্ষ্যে  বাংলাদেশ রেলওয়ের উদ্যোগে “বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমান রেল জাদুঘর” প্রতিষ্ঠা করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমান রেল যাদুঘর এখন মধুখালীতে। 

বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমান রেল জাদুঘরটি ২৭ এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারচুয়ালি উদ্বোধন করেন। ১ আগস্ট ২০২২ খ্রিঃ গোপালগঞ্জ রেল স্টেশন থেকে ব্রডগেজ রেলপথ জাদুঘরটির প্রদর্শনের জন্য উদ্বোধন করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। ভাটিয়াপাড়া ও কাশিয়ানী রেল স্টেশনে প্রদর্শনীর পর ১১ আগস্ট বৃহস্পতিবার মধুখালী রেল স্টেশনে পৌছায় জাদুঘরটি। দর্শনার্থীদের জন্য ১২ আগস্ট থেকে ১৩ আগস্ট উন্মুক্ত করা হয়। জাদুঘরের প্রদর্শনী চলবে ১৩ আগস্ট রাত ৮টা পর্যন্ত। বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমান রেল জাদুঘরের কেয়ারটেকার মোঃ সাব্বির হোসেন বিভিন্ন তথ্য দিয়ে সাধারনকে সহযোগিতা করেন।

১২ আগস্ট সন্ধ্যায় সরেজমিনে দেখা যায় জাদু ঘরটিতে দর্শনার্থীদের উপচেপড়া ভীর। বিশেষ করে লক্ষ্য করা গেছে নারী ও শিশুদের উপস্থিতি। জাদুঘরটি মধুখালী রেল স্টেশনে প্রদর্শনী পরবর্তী কালুখালী, রাজবাড়ী ও ফরিদপুর রেল স্টেশনে প্রদর্শনের জন্য উন্মুক্ত করা হবে । ফরিদপুর ও রাজবাড়ী প্রদর্শন পরবর্তী কুষ্টিয়ায় প্রদর্শনের মাধ্যমে এ অঞ্চলে প্রদর্শনী শেষ হবে ।

(এম/এসপি/আগস্ট ১৩, ২০২২)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test