E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ব্রহ্মপুত্রের ভাঙন রোধের ডাম্পিং কাজ পরিদর্শন এমপির

২০২২ আগস্ট ১৪ ২২:৫৫:৩৬
ব্রহ্মপুত্রের ভাঙন রোধের ডাম্পিং কাজ পরিদর্শন এমপির

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে ব্রহ্মপুত্রের ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের চলমান জিও ব্যাগ ডাম্পিং কাজ পরিদর্শন করেছেন সদর আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন সিআইপি।

রবিবার (১৪ আগস্ট) বিকেলে সদর উপজেলার তুলশীর চর ইউনিয়নের গাড়ামারা এলাকায় ২শ মিটার দৈর্ঘ্যের এই ডাম্পিং কাজ পরিদর্শন করেন এমপি।

পরিদর্শন শেষে তুলশীর চর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড কমিটির সভাপতি একেএম একলিমুর রেজা ওয়াদুদের সভাপতিত্বে গাড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল হোসেন, তুলশির চর ইউপি চেয়ারম্যান মো. শহিদুল্লাহ, তুলশির চর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হোসেন, সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম লিটন, এমপির ব্যক্তিগত সহকারী মো. সাইফুল ইসলাম রাহাত প্রমুখ।

জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু সাঈদ জানান, গাড়ামারা এলাকায় ব্রহ্মপুত্র নদের খুব কাছেই জনবসতি। এখানে রয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মসজিদ। ব্রহ্মপুত্রের ভাঙন থেকে লোকালয় ও স্থাপনা রক্ষা করতেই মূলতঃ জিও ব্যাগ ডাম্পিংয়ের কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। এখানে ২ শ মিটার এলাকায় মোট ১৩ হাজার ৫শ ৭৬টি জিও ব্যাগ ফেলা হবে। এতে ব্যয় হবে প্রায় ৫০ লাখ টাকা।

(আরআর/এএস/আগস্ট ১৪, ২০২২)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test