E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বোয়ালমারীতে জাতীয় শোক দিবসে দুই শতাধিক এতিম পেল খাদ্য

২০২২ আগস্ট ১৫ ১৮:২৫:২৮
বোয়ালমারীতে জাতীয় শোক দিবসে দুই শতাধিক এতিম পেল খাদ্য

কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী : ফরিদপুরের বোয়ালমারীতে জাতীয় শোক দিবসে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী সভাপতি সাংবাদিক কামরুল শিকদারের নেতৃত্বে  নেয়া হলো ব্যতিক্রমী উদ্যোগ। তার নেতৃত্বে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি এডভোকেটমো. লিয়াকত শিকদারের উপস্থিতিতে স্বেচ্ছাসেবক লীগের  কর্মীরা  দুই শতাধিক এতিমের মধ্যে দুপুরে উন্নতমানের খাদ্য বিতরণ করেছে। 

সোমবার (১৫ আগস্ট) বেলা সোয়া ১১টায় উপজেলা সদরের উপকন্ঠে গুনবহা ইউনিয়নের গুনবহা কামারগ্রামে অবস্থিত নূরে মদিনা মাদ্রাসা প্রাঙ্গণে জাতীয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ও প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি সুপ্রীম কোর্টের আইনজীবী এডভোকেট মো. লিয়াকত শিকদার। উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল সিকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মীরদাহ পিকুল এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খালেদুর রহমান।

প্রধান অতিথি লিয়াকত শিকদার এতিমখানার শিশুদের উদ্দেশ্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আপনাদের মতো শিশুদের অত্যন্ত স্নেহ করতেন এবং ভালোবাসতেন। আজকে যেখানে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয় সেই জায়গাটিতে তিনিই প্রথম বিশ্ব ইজতেমার ব্যবস্থা করেছিলেন। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন। দেশের জন্য, দেশের মানুষের জন্য তিনি ভাবেন। তার দূরদর্শী নেতৃত্বের জন্যই আজ স্বপ্নের পদ্মাসেতু নির্মাণ সম্ভব হয়েছে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য শেখ তাহিদুর রহমান মুক্ত, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো.রাহাদুল আখতার তপন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আব্দুল গফফার, যুগ্ম সম্পাদক রাইসুল আলম মিনা রাসেল, মোক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক শেখ মনজুর তুষার, রবিউল ইসলাম খান, ময়না ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো.হাসিবুল ইসলাম, রূপাপাত ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো.পিকুল মিয়া, সাধারণ সম্পাদক মো. নুরু শরীফ প্রমুখ।

আলোচনা শেষে বঙ্গবন্ধু সহ ১৫ আগস্টে নিহতদের আত্মার শান্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে উপজেলার গুনবহা কামারগ্রামে অবস্থিত নূরে মদিনা মাদ্রাসার প্রায় দুই শতাধিক এতিমের মাঝে তেহারি বিতরণ করা হয়।

(কেএফ/এসপি/আগস্ট ১৫, ২০২২)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test