E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নাসিক ৮নং ওয়ার্ডে দোয়া ও আলোচনা 

২০২২ আগস্ট ১৫ ১৮:২৭:৫২
বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নাসিক ৮নং ওয়ার্ডে দোয়া ও আলোচনা 

মোঃ শান্ত, নারায়ণগঞ্জ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মিলাদ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। 

১৫ আগষ্ট (সোমবার) দুপুরে কাউন্সিলর এর উদ্যোগে নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় প্রাঙ্গনে এ দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।

এসময় নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রুহুল আমিন মোল্লার সভাপতিত্বে ও এস এম মাহবুবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভি।

নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর বলেন, শোকের মাসে আমাদেরকে প্রতিজ্ঞা বদ্ধ হতে হবে। শোক কে শক্তিতে রুপান্তর করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নাসিক মেয়র আইভির সহযোগীতায় নারায়ণগঞ্জের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, আমরা কোনদিনই বঙ্গবন্ধুর ঋণ শোধ করতে পারবো না। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধুর জন্যই বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু গুটি কয়েক কুলাঙ্গারের জন্য আমাদের এই কলঙ্ক সারা জীবন বয়ে বেড়াতে হবে। বঙ্গবন্ধু সহ তার পরিবারের ছোট্ট রাসেল সহ সকল সদস্যকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। ঐ সময় বঙ্গবন্ধুর দুই কন্যা দেশের বাহিরে থাকার কারণে বেঁচে যায়। তবুও সেই ঘাতকদের চক্রান্ত শেষ হয়নি। একুশে আগস্ট গ্রেনেড হামলায় আওয়ামিলীগের নেতা কর্মী সহ প্রধানমন্ত্রী কে হত্যার চেষ্টা চালায়। বঙ্গবন্ধুর সপ্ন কে বাস্তবায়ন করার লক্ষ্যে দেশের জনগণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্লস কাজ করে যাচ্ছে ও উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে।

এসময় ৮নং ওয়ার্ডের বিভিন্ন এলাকার ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন, তাদের মধ্যে অন্যতম নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সদস্য আবির হোসেন, গোদনাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহ আলম, এছাড়া উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান সাউদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, এনায়েতনগর পঞ্চায়েত কমিটির সেকেন্দার আলী, মোবারক হোসেন, দক্ষিণ এনায়েতনগর পঞ্চায়েত কমিটির সভাপতি শাহজাহান, এলাকার অন্যান্যদের মধ্যে মোঃ খোকন, এছাড়াও এহসান কবির রমজান, মাহবুবুল আলম, কাজী অহিদ আলম, নুর হোসেন পাঠান, শিহাব উদ্দিন রিপন, কাজী ওয়াসীম, আয়নাল হোসেন, মমিনুল আলম পূষন, আরিফ মাহমুদ, সজিব হোসেন, ফাহিম হোসেন খোকন, বিদ্যুৎ, সবুজ, শান্ত, নুর হাসান বাবু, রুবেল, এনামুল হক ভূইয়া, শাহজালাল প্রমুখ।

উক্ত আলোচনা সভা ও দোয়া শেষে নাসিক মেয়র ও ৮নং ওয়ার্ড কাউন্সিলর এলাকাবাসীর মধ্যে তোবারক বিতরণ করেন।

(এস/এসপি/আগস্ট ১৫, ২০২২)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test