E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শোক দিবসে ফরিদপুরে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা 

২০২২ আগস্ট ১৬ ১৬:৫৫:২৯
শোক দিবসে ফরিদপুরে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা 

দিলীপ চন্দ, ফরিদপুর : জাতীয় শোক দিবস উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে শহরের অম্বিকা ময়দানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ ই আগস্টে ঘাতকদের হাতে নির্মম ভাবে হামলায় নিহত শহীদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে সর্বস্তরের জনগণ শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করে।

সোমবার সকাল ৮ টায় ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে উক্ত কর্মসূচি পালন করা হয় অনুষ্ঠানের শুরুতেই এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর দোয়া মাহফিল অসিত হয়।

অনুষ্ঠানে যে সকল সংগঠন শ্রদ্ধার্ঘ অর্পণ করেন সেগুলো হচ্ছে ফরিদপুর জেলা প্রশাসন, ফরিদপুর জেলা পুলিশ, ফরিদপুর জেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, ফরিদপুর জেলা আওয়ামী লীগ , শহর আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ মহিলা আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ মৎস্যজীবী লীগ জাতীয় শ্রমিক লীগ, ফরিদপুর পৌরসভা ফরিদপুর প্রেসক্লাব ডায়াবেটিক সমিতি সরকারি রাজেন্দ্র কলেজ সরকার ইয়াসিন কলেজ সারদা সুন্দর বালিকা উচ্চ বিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ, পানি উন্নয়ন বোর্ড এল জিইডি গণপূর্ত বিভাগ,, আবাহনী ক্রীড়া চক্র, শেখ রাসেল ক্রীড়া চক্র, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, রেপিড একশন ব্যাটেলিয়ন, আনসার ও ভিডিপি, পল্লী বিদ্যুতায়ন বোর্ড, ফরিদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, ফরিদপুর জেলা স্কুল, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, হালিমা গার্লস স্কুল, আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, সারদা সুন্দরী মহিলা কলেজ, সরকারি ইয়াসিন কলেজ ইত্যাদি।

(ডিসি/এসপি/আগস্ট ১৬, ২০২২)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test