E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাবনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা আদায়

২০২২ আগস্ট ১৬ ১৭:৫০:০৮
পাবনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা আদায়

নবী নেওয়াজ, পাবনা : আজ মঙ্গলবার পাবনা জেলার সদর উপজেলার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট এর অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযানে বিএসটিআইয়ের অনুমোদন ব্যতিরেকে অত্যন্ত নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে আটা, ময়দা ও ভূষি পণ্য উৎপাদন এবং পণ্যের লেবেলে অবৈধ ভাবে বিএসটিআই'র মান চিহ্ন ব্যবহার করায় মেসার্স সততা ফ্লাওয়ার মিল, বিসিক ২নং গেইট, পাবনা এর উৎপাদিত উল্লিখিত পণ্যের অনুকূলে জেলা প্রশাসকের কার্যালয় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার শারমীন বিএসটিআই আইন ২০১৮ এর ১৫(১)/২৭ ধারায় ৪০,০০০.০০ (চল্লিশ হাজার মাত্র) টাকা জরিমানা আদায় করেন এবং বিএসটিআই'র লাইসেন্স গ্রহণ ব্যাতিত উল্লিখিত পণ্যটির উৎপাদন, বিক্রয় ও বিতরণ হতেও সম্পূর্ণ বিরত থাকতে আদেশ দিয়েছেন।প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা এ.এফ.এম হাসিবুল হাসান, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন।

(এন/এসপি/আগস্ট ১৬, ২০২২)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test