E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ব্রিজ ভেঙ্গে গ্রামবাসীদের উপর প্রতিশোধ!

২০১৪ এপ্রিল ২৭ ১৮:৪৪:১৯
ব্রিজ ভেঙ্গে গ্রামবাসীদের উপর প্রতিশোধ!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : গ্রামবাসীদের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ যাত্রা অনুষ্ঠানের প্যান্ডেল ভেঙ্গে দেয়ায় গ্রামবাসীদের উপর প্রতিশোধ নিতে একটি আয়রন ব্রিজের স্লিপার ভেঙ্গে খালে দিয়েছে দিয়েছে যাত্রা আয়োজনকারীরা। পটুয়াখালীর কলাপাড়ার লালুয়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা বাজারে শনিবার রাতে এ ঘটনা ঘটেছে।

ব্রিজের স্লাব ফেলে দেয়ায় রোববার সকালে শতশত মানুষ ওই বাজারে আসতে না পেরে চরম দূর্ভোগে পড়ে। সবচেয়ে বেশি বিপাকে পড়ে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষায় অংশনেয়া ছাত্র-ছাত্রী ও বাজারের ব্যবসায়ীরা।

স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম জানান, লালুয়ার একদল যুবক ইউনিয়ন পরিষদ কিংবা প্রশাসনের অনুমতি ছাড়াই মুক্তিযোদ্ধা বাজারে যাত্রার আয়োজন করে। এতে গ্রামবাসীরা বিক্ষুদ্ধ হয়ে উঠলে পুলিশ রাতে যাত্রা বন্ধ করে দেয়। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে এ বাজারে আসা একমাত্র ব্রিজের অন্তত ১০ টি কাঠের স্লাব খালে ফলে দেয় দুবৃত্তরা। একাধিক সিমেন্টর স্লাব হাতুড়ি ভেঙ্গে ফেলে। একমাস আগে এই ব্রিজটি ৫০ হাজার টাকা খরচ করে মেরামত করা হয় বলে তিনি জানান।

লালুয়া ইউপি চেয়ারম্যান মীর তারিকুজ্জামান তারা জানান, লালুয়ায় যাত্রানুষ্ঠানের নামে জুয়াড়িদের আড্ডা বসানোর জন্য সেখানকার একটি সন্ত্রাসীচক্র উদ্যোগ নেয়। স্থানীয় লোকজনের আপত্তির মুখে তিনিও এসব অপকর্ম বন্ধে প্রশাসনকে অনুরোধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই সন্ত্রাসীচক্রটি এমন জনদুর্ভোগ সৃষ্টি করেছে।

কলাপাড়া থানার (ওসি) এসএম মাসুদুজজামান জানান, প্রশাসনের অনুমতি না নেয়ায় তারা যাত্রা বন্ধ করে দিয়েছেন। ব্রিজ ভেঙ্গে ফেলার ঘটনায় থানায় অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


(এমকেআর/এটি/এপ্রিল ২৭, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test