E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাস্তার বেহাল দশা সত্ত্বে ও ঈদের ছুটিতে মাধবকুন্ড জলপ্রপাতে পর্যটকদের ঢল

২০১৪ অক্টোবর ০৮ ১৭:১২:৩২
রাস্তার বেহাল দশা সত্ত্বে ও ঈদের ছুটিতে মাধবকুন্ড জলপ্রপাতে পর্যটকদের ঢল

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি : রাস্তার বেহাল দশা সত্ত্বে ও  ঈদুল আযহার ছুটিতে গত তিনদিন ধরে  অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি মাধবকুন্ড জলপ্রপাতে পর্যটকের পদচারনায় মুখরিত হয়ে উঠেছে, আনন্দ পুরিতে পরিণত হয়ে উঠেছে জলপ্রপাত ও আশপাশের এলাকা।

ঈদের ৩য় দিন বুধবার মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার মাধবকুন্ড জলপ্রপাতে সরেজমিনে গিয়ে দেখা গেছে কুলাউড়া বড়লেখা সড়কের কাঠালতলী বাজার থেকে মাধবকুন্ড পর্যন্ত আট কিলোমিটার রাস্তা সংকীর্ণ ও বড় বড় খানা খন্দকে ভরপুরের কারনের তীব্র যানজটের সৃষ্ঠি হয়ছিল। জীবনের ঝুঁকি নিয়ে পর্যটকরা গাড়ী নিয়ে জলপ্রপাতের দিকে ধাবিত হচ্ছেন। চড়াই –উৎরাই পেরিয়ে ে জলপ্রপাতের অবিরাম ধারা পতনের কল ধ্বনি শব্দে সৃষ্ট পরিবেশের পর্যটকার স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। জলপ্রপাতে বেড়াতে আসা শরীয়তপুরের ব্যবসায়ী আবদুস সোবাহান পরিবারের ৭ সদস্যকে নিয়ে প্রাইভেট গাড়ী নিয়ে এসেছেন। তিনি আক্ষেপের সুরে জানালেন, একমাত্র রাস্তার বেহাল দশার কারনে সরকার বিপুল পরিমান রাজস্ব হারাচ্ছে। একই অনুযোগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সোহান আহমদ ও পল্লবী চৌধুরী। তাদের মতে রাস্তা সংস্কার ও প্রশস্ত করা হলে পর্যকদেও ভীড় দিন দিন বাড়বে। ঈদ উপলক্ষে পর্যটকের নিরাপত্তায় মাধবকুন্ড জলপ্রপাতে এবার অতিরিক্ত ১০ জন পর্যটন পুলিশ মোতায়েনের পাশাপাশি বন বিভাগের ও বিশেষ নজরদারী ছিল।

বন বিভাগের জুড়ী রেঞ্জ -১ বন কর্মকর্তা বনমালী রায় জানালেন, রাস্তা বেহাল দশার পরও গত তিন দিনে মাধবকুন্ডে অর্ধলক্ষাধিক পর্যটকদের সমাগম ঘঠেছে ।

বড়লেখা উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ ভূষন পাল জানান, কুলাউড়- বড়লেখা সড়কের কাঠালতলী বাজার থেকে মাধবকুন্ড পর্যন্ত আট কিলোমিটার রাস্তা প্রায় আট কোটি টাকা ব্যয়ে গত বছরের নয় নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বড়লেখায় অন্যান্য উন্নয়নমুলক কাজের সাথে মাধবকুন্ড রাস্তা সংস্কার ও প্রশস্ত করনের ফলক উন্মোচন করেছিলেন। ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে কিন্তু সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানের খাম খেয়ালীপনার কারনে ধীরগতিতে কাজ চলছে। এ ব্যাপারে ঠিকাদারী প্রতিষ্ঠানকে দ্রুত কাজ শেষ করার জন্য তাগিদ দেয়া হয়েছে। রাস্তা সংস্কারের কাজ সমাপ্ত হলে পর্যটকদেও পদচারনা আরো বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

(এলএস/অ/অক্টোবর ০৮, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test