E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মহাকবির জন্মভূমি সাগরদাঁড়ি পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় কমিশনার

২০২২ আগস্ট ১৭ ১৯:০১:৩১
মহাকবির জন্মভূমি সাগরদাঁড়ি পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় কমিশনার

কেশবপুর প্রতিনিধি : খুলনা বিভাগীয় কমিশনার জিল্লুর রহমান চৌধুরী বুধবার দুপুরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মভূমি কেশবপুরের সাগরদাঁড়ি পরিদর্শন করেছেন। মহাকবির জন্মভূমির পাশাপাশি তিনি সাগরদাঁড়ি এম এম ইনস্টিটিউশন, চিংড়া কমিউনিটি ক্লিনিক ও পৌরসভা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে খুলনা বিভাগীয় কমিশনার জিল্লুর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুজ্জামান, সাগরদাঁড়ির মধুপল্লীর কাস্টডিয়ান আইরিন পারভীন প্রমুখ।

খুলনা বিভাগীয় কমিশনার জিল্লুর রহমান সাগরদাঁড়ির মধুপল্লী, মধুসূদন মিউজিয়াম, কবির স্মৃতি বিজড়িত কাঠবাদাম গাছ তলা ও কপোতাক্ষ নদের পাড় ঘুরে মুগ্ধতা প্রকাশ করেন। পরে তিনি মধুপল্লীতে একটি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করেন।

(এসএ/এসপি/আগস্ট ১৭, ২০২২)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test