E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Technomedia Limited
Mobile Version

বকশিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ 

২০২২ আগস্ট ১৭ ১৯:০৩:১৩
বকশিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ 

শাহনাজ পারভীন, বকশীগঞ্জ : সারাদেশের ন্যায় জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। 

আজ১৭ আগস্ট বুধবার বিকাল ৪টায় বকশিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন ২০০৫ সালের ১৭ আগস্ট বিএনপি জামায়াতের মদদপুষ্ট জঙ্গি সংগঠন জেএমবি কর্তৃক দেশব্যাপী সিরিজ বোমা হামলা ও অপপ্রচারের মাধ্যমে দেশব্যাপী অপশক্তি বিএনপি ও তার দোসরদের সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির উস্কানীর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

মিছিলটি বকশিগঞ্জ পৌরশহরের প্রধান প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এসে শেষ করে। মিছিল শেষে দলীয় কার্যালয় সম্মূখে সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু জাফরের সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়। বিক্ষোভ সমাবেশে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছাড়াও আওয়ামী সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(এসপি/এসপি/আগস্ট ১৭, ২০২২)

পাঠকের মতামত:

২৬ সেপ্টেম্বর ২০২২

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test