E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় “বি” ইউনিটে ১ম দিনাজপুরের দিগন্ত

২০২২ আগস্ট ১৮ ১৫:৩০:০৬
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় “বি” ইউনিটে ১ম দিনাজপুরের দিগন্ত

শাহ্ আলম শাহী, দিনাজপুর : বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় “বি” ইউনিটে সারাদেশের মধ্যে ১ম স্থান অধিকার করেছে, দিনাজপুরের পার্বতীপুর উপজেলার কৃতি সন্তান খোলাহাটি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ছাত্র দিগন্ত বিশ্বাস। ৪৮৩৪ সীটের বিপরীতে পরীক্ষায় অংশ নেয় ৮৫৫১২ শিক্ষার্থী। সর্বোচ্চ ৮২.২৫ পয়েন্ট পেয়ে ১ম হয় দিগন্ত বিশ্বাস।

ভর্তির এ গুচ্ছে ২২টি বিশ্ববিদ্যালয় রয়েছে। দিগন্ত বিশ্বাস জেলার পার্বতীপুরের ল্যাম্ব হাসপাতাল সন্নিকটস্থ রাজাবাসর গ্রামের মৃত. মিলন কুমার বিশ্বাসের ছোট ছেলে। মা অর্চনা রাণী সরকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। দিগন্ত ১৪ বছর পূর্বে পিতাকে হারায়। সে ভবিষ্যতে বিসিএস ক্যাডার হতে চায়।

আশাতীত সাফল্য ফলাফল করায় তাকে অভিনন্দন জানিয়েছেন,স্থানীয় সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী এডঃ মোস্তাফিজুর রহমান ফিজার, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাফিজুল ইসলাম প্রামাণিক এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন।

তার উজ্জল ভবিষ্যত কামনা করেছে গুরুজনেরা।

(এসএএস/এএস/আগস্ট ১৮, ২০২২)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test