E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাজীপুর প্রেসক্লাব নির্বাচন, সভাপতি মাসুদুল হক, সাধারণ সম্পাদক মাহতাব

২০২২ আগস্ট ১৮ ১৬:৩০:২৭
গাজীপুর প্রেসক্লাব নির্বাচন, সভাপতি মাসুদুল হক, সাধারণ সম্পাদক মাহতাব

স্টাফ রিপোর্টার, গাজীপুর : গাজীপুর প্রেসক্লাবের ২০২২-২০২৩ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি অধ্যাপক মাসুদুল হক (বাংলাদেশ বেতার) এবং সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন আহাম্মদ (দি নিউজ টাইমস্) নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকেল ৩টায় প্রেসক্লাব কার্যালয়ে প্রধাণ নির্বাচন কমিশনার কাজী মোসাদ্দেক হোসেন নতুন কমিটির নির্বাচিতদের নাম ঘোষণা করেন।

১৭ সদস্য বিশিষ্ট কমিটির নির্বাচিত কর্মকর্তাদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মোকছেদুল আলম লিটন (দৈনিক মুক্ত সংবাদ), সহ-সভাপতি আব্দুল হামিদ (মাই টিভি), যুগ্ম সম্পাদক মীর মোহাম্মদ ফারুক (বাংলা ভিশন), সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান (মোহনা টিভি), কোষাধ্যক্ষ মো: সাদেক আলী (দৈনিক ভোরের পাতা), প্রচার ও প্রকাশনা সম্পাদক আফজাল হোসেন (আমার সংবাদ), দপ্তর সম্পাদক এম এ ফরিদ (দৈনিক ঢাকা টাইমস্), ক্রীড়া সাংস্কৃতিক ও কল্যাণ সম্পাদক আশজাদ রসুল সিরাজী (দৈনিক বাংলা ৭১)।

এছাড়া নির্বাহী সদস্যরা হলেন অধ্যাপক আমজাদ হোসেন (দৈনিক গণমুখ), অধ্যাপক এনামুল হক (দৈনিক বাংলাদেশের খবর), রাহিম সরকার (দৈনিক জনতা), মো: আব্দুর রহমান (বাংলাদেশ টেলিভিশন), মো: আবিদ হোসেন বুলবুল (দৈনিক সকালের সময়), রায়হানুল ইসলাম আকন্দ (ঢাকা ট্রিবিউন/বাংলা ট্রিবিউন) এবং মো: আব্দুস সালাম শান্ত (দৈনিক সংবাদ প্রতিদিন)।

(এআরএস/এএস/আগস্ট ১৮, ২০২২)

পাঠকের মতামত:

০৬ ডিসেম্বর ২০২৩

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test