E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

শ্যামনগরে বিদ্যুতিক তারে জড়িয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

২০২২ আগস্ট ১৮ ১৮:৩৩:১৩
শ্যামনগরে বিদ্যুতিক তারে জড়িয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : বিদ্যুতিক তারে জড়িয়ে মোঃ শোকর আলী (৪০) নামের এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের জয়াখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শোকর আলী শ্যামনগর উপজেলার শৈলখালী গ্রামের মৃত শওকাত আলীর ছেলে।

নিহতের সহকর্মী নুরুজ্জামান জানান, বৃহষ্পতিবার সকাল ১১টার দিকে নির্মানাধীন বহুতল ভবনের ৪ তলার ব্যালকনি প্লাষ্টারের জন্য ভারা তৈরীর কাজ করছিলেন শোকর আলী। এসময় ভবনের সামনের সড়কের উপর দিয়ে যাওয়া বিদ্যুতের ৪২০ ভোল্টের মেইন লাইনের তার শোকর আলীর পিঠে জড়িয়ে যায়। উপস্থিত সকল শ্রমিকরা কৌশলে উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

নিহতের জামাতা আনিছুর রহমান জানান কাজ করতে যেয়ে মারা যাওয়ায় তারা বিষয়টি নিয়ে থানা পুলিশ করতে চান না। পুলিশকে অবহিত করে তারা মৃতদেহ বাড়িতে নিয়ে গেছেন।

আক্তার হোসেন ও আব্দুর রহিমসহ স্থানীয়রা জানান, নির্মানাধীন ভবনের ব্যালকনি রাস্তার উপরে চলে এসেছে। অপরিকল্পিতভাবে নির্মিত ভবনের কারণে রাস্তার উপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারে জড়িয়ে শোকর আলীর ৃমত্যু হয়েছে। তারা ভবন মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানান।

নির্মানাধীন ভবনের মালিক ওমর আলী জানান, রেকর্ডি জায়গায় তিনি বিল্ডিং নির্মান করছেন। প্রায় তিন ফুট দুরত্বে রয়েছে বিদ্যুৎ এর তার। শোকর আলী অসতর্কতার কারণে দুর্ঘটনার শিকার হয়েছে।

শ্যামনগর থানার উপপরিদর্শক শাহজাহান আলী জানান, দুর্ঘটনাজনিত মৃত্যু হওয়ায় নিহতের পরিবার মৃতদেহ বাড়িতে নিয়ে দাফনের কথা জানিয়েছে।

(আরকে/এএস/আগস্ট ১৮, ২০২২)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test