E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আরামবাড়ীয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা

২০২২ আগস্ট ১৯ ১৮:০৪:২২
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আরামবাড়ীয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা

স্টাফ রিপোর্টার : সনাতন ধর্মাবলম্বীদের মহাবতার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে ঈশ্বরদীর আরামবাড়ীয়া পূর্বপাড়া শিব মন্দিরের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রাস ও নাম সংকীর্তণ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার বিকালে আরামবাড়ীয়া পূর্বপাড়া শিব মন্দির প্রাঙ্গন থেকে শুরু হয়ে বর্নাঢ্য শোভাযাত্রাটি ইউনিয়নের প্রধান সড়ক হয়ে গোবিন্দ মন্দির, রায়পাড়া মন্দির ও মধ্য কুন্ডুপাড়া মন্দির প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাপ্ত হয়। শোভাযাত্রায় সনাতন ধর্মালম্বীদের বিপুল সংখ্যক নারী-পুরুষ অংশ গ্রহণ করে। রাতে নাম সংকীর্তণ ও প্রসাদ বিতরণ করা হবে।

উল্লেখ্য, ৫ হাজার ২৪৮ বছর আগে দ্বাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে এদিনে এক যুগ-সন্ধিক্ষণে আবির্ভূত হিন্দুধর্মের প্রবর্তক ভগবান শ্রীকৃষ্ণ কংসের কারাগারে বন্দি দেবকী ও বাসুদেবের বেদনাহত ক্রোড়ে জন্ম নিয়েছিলেন।

অত্যাচারী ও দুর্জনের বিরুদ্ধে শান্তিপ্রিয় সাধুজনের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কংসের কারাগারে জন্ম নেন তিনি। শিষ্টের পালন ও দুষ্টের দমনে শ্রীকৃষ্ণ ব্রতী ছিলেন। সত্য ও ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে শ্রীকৃষ্ণ তাই ভগবানের আসনে অধিষ্ঠিত।

(এসপি/এসপি/আগস্ট ১৯, ২০২২)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test