E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাংশা উপজেলা ছাত্রলীগের আন্তঃকোন্দল, সাধারণ সম্পাদক রেজার নামে মামলা 

২০২২ আগস্ট ২০ ১৮:৩৪:৪২
পাংশা উপজেলা ছাত্রলীগের আন্তঃকোন্দল, সাধারণ সম্পাদক রেজার নামে মামলা 

রাজবাড়ী জেলা প্রতিনিধি : দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে রাজবাড়ীর পাংশা উপজেলা ছাত্রলীগের দুই গ্রুপের আন্তঃকোন্দলে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। 

মামলায় পাংশা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম রেজা কে প্রধান আসামী করা হয়। পাংশা পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর মো. তাজুল ইসলাম সহ ৩ জনের নাম উল্লেখ করে ১৫-২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

হাবাসপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী ও পাংশা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র মো. সবুজ শেখ বাদী হয়ে মামলা দায়ের করেছে। সবুজ উপজেলার হাবাসপুর ইউনিয়নের চর-আফড়া গ্রামের মো. মকছেদ শেখের ছেলে৷

মামলার এজাহারে উল্লেখ করা হয় , গত বুধবার সকালে দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে পাংশা কালীবাড়ী মোড় এলাকায় প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন পাংশা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। উক্ত প্রতিবাদ সমাবেশে মামলার বাদী সবুজসহ ছাত্রলীগের অন্য নেতাকর্মীরা যোগদানের জন্য পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। এমন সময় ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল কমির (রেজা) ও পৌরসভার কাউন্সিলর তাজুলসহ মামলার এজাহারভুক্ত অন্য আসামিরা সবুজসহ তার সাথে আসা নেতাকর্মীদের ওপর হামলা করে এবং চাইনিজ কুড়াল ও হকিস্টিক নিয়ে হামলা ও মারপিট করে। এতে সবুজসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। তাদের মধ্যে সবুজ গুরুতর আহত হন। আহতদের স্থানীয় নেতাকর্মীরা উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

তবে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম রেজা বললেন উল্টো কথা। তিনি বলেন, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে সিরিজ বোমা হামলার প্রতিবাদ মিছিলে অংশগ্রহণের জন্য আমি বড় মিছিলের আয়োজন করি। আমার মিছিলে অতর্কিত হামালা করা হয়েছে। আমার মিছিলেই হামলা করা হয়েছে। হামলার একটি ভিডিও ফুটেজ ফেসবুকে ভাইরাল হয়েছে। আমি ষড়যন্ত্রের শিকার। উপজেলা ছাত্রলীগের সভাপতি কামাল আল মামুনের তেতৃত্বে মামলার বাদী বিএনপিপন্থী সবুজকে দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। আমি এর সুষ্ঠু তদন্ত চাই।

তিনি উপজেলা ছাত্রলীগের সভাপতি কামাল আল মামুনের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, কামালের পরিবার সম্পূর্ণ জামায়াতপন্থী। তার মাসহ তার পরিবারের লোকজন এখনো তাদের এলাকায় জামায়াতের প্রচার-প্রচারণা চালায়। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিভিন্ন ইউনিয়নের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে গোপনে টাকা নিয়েছে এবং সে বিভিন্ন জায়গা থেকে ছাত্রলীগের নামে চাঁদা আদায় করেছে। এছাড়াও সে অবৈধ বালু ব্যবসা ও গরু চোরের সাথেও জড়িত। তার এ সকল অপকর্মের কারণে উপজেলা ছাত্রলীগ ক্ষতিগ্রস্ত হচ্ছে । এ সকল অপকর্মের প্রমাণাদি রয়েছে। প্রমাণাদিসহ কেন্দ্রীয় ছাত্রলীকে অবগত করা হবে বলে জানান উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজা।

অভিযোগের পেক্ষিতে উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. কামাল আল মামুন এর সাথে কথা হলে তিনি বলেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা আমার বিরুদ্ধে যা অভিযোগ আনে আনুক। সে সব অভিযোগের পরিপ্রেক্ষিতে আমার কোনো বক্তব্য নেই।

পাংশা মডেল থানার পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ বলেন, হাবাসপুর ইউনিয়নের মো. সবুজ শেখ থানায় একটি এজাহার দায়ের করেছেন। ওই এজাহারমূলে থানায় মামলা রুজু করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।


(এমজি/এসপি/আগস্ট ২০, ২০২২)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test