E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোয়ালন্দে ঘরবাড়ি ভাঙচুর ও টাকাসহ স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ 

২০২২ আগস্ট ২০ ১৮:৫০:০১
গোয়ালন্দে ঘরবাড়ি ভাঙচুর ও টাকাসহ স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ 

এম এ হীরা, গোয়ালন্দ : রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার পৌরসভার ৩ নং ওয়ার্ড এলাকার জবানী পাড়া  গ্রামের কোরবান বিশ্বাস নামে এক ব্যক্তির ঘরবাড়ি ভাঙচুর ও টাকাসহ স্বর্ণালঙ্কার লুটে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ১৮ ই আগস্ট বৃহস্পতিবার রাত ১০ টার দিকে পৌরসভার ৩ নং ওয়ার্ডের জবানী পাড়া  গ্রামে এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী কোরবান বিশ্বাস জানান, আমার আপন ভাই আমজাদ বিশ্বাস ও হামলাকারী আশিক এর সাথে কিছুদিন আগে যে কোন বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে বৃহস্পতিবার রাত ১০ টার দিকে আশিক তার লোকজন নিয়ে রাতে অতর্কিতভাবে আমার ঘরে ও আমজাদের বাড়িতে হামলা চালিয়ে তিনটি ঘর ভাংচুর করে। এসময় তার লোন করে উত্তোলন করা ১’লক্ষ টাকা, দেড়ভরি স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় কোরবান বিশ্বাস বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় আশিক সহ কয়েকজনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ করেন। আশিক ২৫ গোয়ালন্দ পৌরসভার ৮ নং ওয়ার্ডের গুচ্ছ গ্রাম এলাকার রহিম শেখের ছেলে।

গোয়ালন্দ পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর শাহিন শেখ জানান, কোরবানি বিশ্বাসের বাড়ি ঘর ভাঙচুর দুঃখজনক ঘটনা। এ বিষয়ে যারা অপরাধী তাদের শাস্তির দাবী জানাই।

এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানার এসআই মিজানের সাথে কথা বললে তিনি বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি ভাংচুরের ঘটনার সত্যতা পেয়েছি এ ব্যাপারে তদন্ত চলছে তদন্ত শেষে দোষীদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

(এইচ/এসপি/আগস্ট ২০, ২০২২)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test