E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আ.লীগকে রাজপথের ভয় দেখিয়ে লাভ নেই : জিল্লুল হাকিম

২০২২ আগস্ট ২২ ১৫:২৯:০২
আ.লীগকে রাজপথের ভয় দেখিয়ে লাভ নেই : জিল্লুল হাকিম

একে আজাদ, রাজবাড়ী : ‘শেখ হাসিনাকে বার বার মারার সড়যন্ত্র করা হয়েছে, বিভিন্ন সময় তার উপর হামলা চালানো হয়েছে, রাখে আল্লাহ মারে কে, জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করতে পারলে দেশটা বিএনপি জামাত লুটেপুটে খেতে পারত এই ভাবনায় তারা বার বার শেখ হাসিনাকে মেরে ফেলতে চেয়েছিল, বিএনপি জোট সরকারের আমলে রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে প্রকাশ্যে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা করে প্রাণ নিতে চেয়েছিল শেখ হাসিনার।’

‘বেগম খালেদা জিয়া, তারেক রহমান,বাবরদের প্রত্যক্ষ মদদে এ হামলা করা হয়েছিল। এখন বাবর কোথায়, সেদিনও আল্লার অশেষ রহমতে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা প্রাণে বেঁচে গিয়েছিলেন। বিএনপি জামাতের লোকজন এখন আবার মাথা চারা দেওয়ার চেষ্ঠা করছে আন্দোলনের নামে কোন নৈরাজ্য মেনে নেওয়া হবে না, আমরা ঐক্যবদ্ধ থেকে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তি শালি করব। আওয়ামীলীগকে রাজপথের ভয় দেখিয়ে লাভ নেই। আসুন শক্তি পরীক্ষা দেই দেখি মাঠে থাকতে পারেন নাকি বড় বড় বলি বাদ দেন সামনে নির্বাচন মাঠে দেখা হবে।’

পাংশা উপজেলা আওয়ামীলীগের আয়োজনে পৌর সভা চত্বরে রবিবার রাত ৮ টায় ২১ শে আগষ্ট ইতিহাসের জঘন্যতম ঘৃন্য গ্রেনেড হামলার ঘটনায় হত্যার প্রতিবাদে বিক্ষোভ শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি এসব কথা বলেন।

পাংশা উপজেলা আওয়ামীলীগের সভাপতি খোন্দকার সাইফুল ইসলাম বুড়োর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল ওহাব মন্ডলের সঞ্চালনায় বিশেষ অথিতি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক অধ্যক্ষ এ, কে এম শফিকুল মোরশেধ আরুজ, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সামসুল আলম মৃধা, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম ফটিক, পৌর আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি দিপক কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র অতুর সরদার, যুবলীগের যুগ্ন আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ শাহিদুল ইসলাম মারুফ, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামাল আল মামুন প্রমুখ।

আলোচনা সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাধারণ সম্পাদক ও পৌর সভার বিভিন্ন ওয়ার্ডের নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন। এর আগে বিভিন্ন এলাকা থেকে সন্ধ্যার পূর্ব মূর্হত পর্যন্ত মিছিল সহকারে বিক্ষোভ করতে করতে সমাবেশ স্থলে উপস্থিত হয় হাজারও নেতা কর্মীগণ। আলোচনা সভা শেষে বিশেষ দোয়া মোনাজাত করেন উপজেলা আওয়ামীলীগের ধর্মী বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল কুদ্দুস।

(একে/এসপি/আগস্ট ২২, ২০২২)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test