E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

আওয়ামী লীগের দু’ গ্রুপের বোমা হামলায় নিহত ১, আহত ১০

২০১৪ এপ্রিল ২৭ ২০:০০:০১
আওয়ামী লীগের দু’ গ্রুপের বোমা হামলায় নিহত ১, আহত ১০

সাতক্ষীরা প্রতিনিধি : খোলপেটুয়া নদীর চরে বসবাসরত ভূমিহীনদের চিংড়ি ঘের থেকে উচ্ছেদ করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের বোমা হামলায় আশরাফ ফকির নামের এক ব্যক্তি নিহত ও ১০জন জখম হয়েছে। রোববার রাত সাতটার দিকে সাতক্ষীরার আশাশুনি উপজেলার গদাইপুর ব্রীজের সামনে এ ঘটনা ঘটে।

আহত আশরাফ ফকির (৩৫) আশাশুনি উপজেলার গদাইপুর গ্রামের আমিন ফকিরের ছেলে।

খাজরা ইউপি চেয়ারম্যান ও আশাশুনি উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক শাহানেওয়াজ ডালিম জানান, খোলপেটুয়া নদীর গদাইপুর ও ঘুঘুমারি এলাকায় সরকারি খাস জমি থেকে তার সমর্থক ৪০টি ভূমিহীনকে উচ্ছেদ করে সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা রুহুল কুদ্দুসের সন্ত্রাসী বাহিনীর সদস্যরা। এনিয়ে উভয় পক্ষের মধ্যে কয়েক দফায় সংঘর্ষ হয়েছে।

তিনি আরো জানান, তার সমর্থক আশরাফ ফকির রোববার রাত সাতটার দিকে গদাইপুর ব্রীজের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় কুদ্দুস চেয়ারম্যানের সন্ত্রাসী বাহিনীর সদস্য আনারুল ইসলাম, সিরাজুল ইসলাম, লিয়াকত আলীসহ ৪০/৫০ তাকে ধাওয়া করে বোমা ছুঁড়ে মারে। এতে তার বুকে মারাত্মক জখম হয়। উদ্ধার করে রোববার রাত পৌনে আটটার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করার জন্য এম্বুলেন্সে তোলার সময় আশরাফ মারা যায় । এ সময় এ সময় তার সমর্থকরা কুদ্দুস সমর্থকদের পাল্টা ধাওয়া করলে প্রতিপক্ষের হামলায় গদাইপুর গ্রামের জামারুল হোসেন, রাসেল, ইউনুস আলী, ইউসুফ আলী, কবীর হোসেন, বাবু, সালাম, রমজান, টুটুল ও রাজীব জখম হয়। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি ক্ষোভের সঙ্গে বলেন, আশরাফ ফকির মারা যাওয়ার পর তার স্বজনরা বারবার মুর্ছা যাচ্ছিলেন। এ সময় পুলিষ রুহুল কুদ্দুসের পক্ষ নিয়ে তাদের উপর হামলা করে।


আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব বোমা হামলায় আশরাফ ফকিরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে।

(আরকে/এলএস/এপ্রিল ২৭,২০১৪)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test