E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দেশের একমাত্র মুক্তিযোদ্ধা মেমোরিয়াল কলেজে সভাপতি নিয়ে মুক্তিযোদ্ধাদের অসন্তোষ

২০২২ আগস্ট ২২ ১৬:৩৪:১৫
দেশের একমাত্র মুক্তিযোদ্ধা মেমোরিয়াল কলেজে সভাপতি নিয়ে মুক্তিযোদ্ধাদের অসন্তোষ

কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মিত দেশের একমাত্র মুক্তিযোদ্ধা মেমোরিয়াল কলেজের গভর্ণিং বডির সভাপতি মনোনয়ন নিয়ে অসন্তোষ ছড়িয়ে পড়েছে কলাপাড়ার বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষক কর্মচারীদের মধ্যে। এতে কলেজের উন্নয়ন ও শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে।

কলেজের উন্নয়নের স্বার্থে কলেজের গভর্ণিং বডির সভাপতি অধ্যাপক ড. এস এম আনোয়ারা বেগমকে বর্তমান সভাপতি পদ থেকে সরিয়ে দেয়ার দাবি জানিয়ে সোমবার বেলা ১১টায় কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহীদুর রহমান মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছেন কলাপাড়ার বীর মুক্তিযোদ্ধারা।

মুক্তিযোদ্ধা কল্যান সমিতি কলাপাড়া উপজেলা কমান্ডের পক্ষে বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে বলেন, ২০০০ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত মুক্তিযোদ্ধা মেমোরিয়াল কলেজে বীর মুক্তিযোদ্ধা ড. এস এম আনোয়ারা বেগম গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য এবং তার স্বামী ড.মাহমুদুর রহমান পাঁচ বছর সভাপতি ছিলেন। তাঁরা পাঁচ বছরে কলেজের কোন উন্নয়ন করেনি। বরং তিঁনি ঢাকা থেকে পরিবারসহ কলেজে আসতো এবং তাঁর থাকা,খাওয়া এবং পরিবহন খরচ কলেজ তহবিল থেকে পরিশোধ করতে হতো।

গত ২৮ ফেব্রুয়ারি জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) ফাহিমা সুলতানা সাক্ষরিত মুক্তিযোদ্ধা মেমোরিয়াল কলেজ অধ্যক্ষ বরাবর এক অফিস আদেশে বর্তমান সভাপতি মো. বদিউর রহমান এর মনোনয়ন পরিবর্তন করে বীর মুক্তিযোদ্ধা মাহবুব উদ্দিন আহমদ (বীর বিক্রম) কে এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন দেয়।

কিন্তু গত ১ আগষ্ট ওই আদেশ পরিবর্তন করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) ফাহিমা সুলতানা সাক্ষরিত অপর এক অফিস আদেশে দুই বছর মেয়াদে গভর্ণিং বডির সভাপতি পদে অধ্যাপক ড. এস এম আনোয়ারা বেগমকে মনোনয়ন দেয়া হয়।

মুক্তিযোদ্ধাদের দাবি, কলেজ প্রতিষ্ঠা থেকে এ পর্যন্ত কলেজের সকল উন্নয়নে মাহবুব উদ্দিন আহমদ ( বীর বিক্রম) কলেজের স্বার্থে সবসময় পাশে ছিলেন। কলেজের স্বার্থে কলেজ খেকে মাহবুব উদ্দিন আহমদ (বীর বিক্রম) সহ তিনজনের নাম সভাপতি হিসেবে প্রস্তাব করে জাতীয় বিশ্ব বিদ্যালয়ে পাঠানো হয়। এ তালিকায় অধ্যাপক ড. এস এম আনোয়ারা বেগমের নাম ছিলো না। কিন্তু কলেজের নামের তালিকা বাদ দিয়ে অধ্যাপক ড. এস এম আনোয়ারা বেগমকে সভাপতি হিসেবে মনোনয়ন দেয় জাতীয় বিশ্ব বিশ্ব বিদ্যালয় । এরপরই শুরু হয় কলেজে অসন্তোষ।

মুক্তিযোদ্ধাদের দাবি, অধ্যাপক ড. এস এম আনোয়ারা বেগমকে সভাপতি পদ থেকে অব্যাহতি দিয়ে কলেজের উন্নয়নের স্বার্থে মাহবুব উদ্দিন আহমদ (বীর বিক্রম)কে গভর্ণিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব না দিলে তারা কলেজের শিক্ষক, শিক্ষার্থীদের সাথে নিয়ে আন্দোলনে যাবেন।

মুক্তিযোদ্ধাদের দাবির বিষয়ে কলেজের গভর্ণি বডির সভাপতি অধ্যাপক ড. এস এম আনোয়ারা বেগম মুঠোফোনে বলেন, ১ আগষ্ট জাতীয় বিশ্ব বিদ্যালয় থেকে তাকে সভাপতির দায়িত্ব দেয়া হলেও কলেজ অধ্যক্ষ আমাকে অফিসিয়ালি ভাবে জানায় নি। তাঁর স্বামী ড.মাহমুদুর রহসান কলেজের সভাপতি থাকাকালীন কলেজের উন্নয়ন ও শিক্ষা মান উন্নয়নে কাজ করেছেন। কলেজ অধ্যক্ষ আমি এবং আমার পরিবারের বিরুদ্ধে অসত্য তথ্য পরিবেশন করেছে। মুক্তিযোদ্ধাদের ভুল বুঝিয়ে এভাবে মিথ্যা প্রপাগন্ডা ছড়াচ্ছেন। এজন্য তিঁনি কলেজের অধ্যক্ষকে দায়ী করেন। তাঁর বিরুদ্ধে এহেন প্রপাগন্ডা ছড়ানোর তীব্র নিন্দা জানান।

কলেজ অধ্যক্ষ মো.কালিম উল্লাহ বলেন, গভর্ণি বডির সভাপতি নিয়ে বীর মুক্তিযোদ্ধারা যে অভিযোগ করেছেন তা সত্য। কলেজের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা এবং উন্নয়নের স্বার্থে মুক্তিযোদ্ধারা যে দাবি করেছেন তা বিবেচনা করার অনুরোধ করেন জাতীয় বিশ্ব বিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে।

এ বিষয়ে জাতীয় বিশ্ব বিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) ফাহিমা সুলতানা মুঠোফোনে জানান, ভিসি মহোদয় যথাযথ নিয়মে অধ্যাপক ড. এস এম আনোয়ারা বেগমকে মুক্তিযোদ্ধা মেমোরিয়াল কলেজের গভর্ণিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব দিয়েছেন। কলেজের পাঠানো নামের তালিকা থেকেই যে এ দায়িত্ব দেয়া হবে এমন নিয়ম নেই।

(এমকে/এসপি/আগস্ট ২২, ২০২২)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test