E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শোক দিবস উপলক্ষে টিসিবির পণ্য বিতরণ কাপ্তাইয়ে

২০২২ আগস্ট ২২ ১৮:১৩:১০
শোক দিবস উপলক্ষে টিসিবির পণ্য বিতরণ কাপ্তাইয়ে

রিপন মারমা, রাঙামাটি : শোকাবহ আগস্ট উপলক্ষে কাপ্তাইয়ে ৪র্থ ধাপে ৭৬৫১  নিম্ন আয়ের পরিবারের কাছে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। একজন কার্ডধারী ৫৫ টাকা দরে এক কেজি চিনি, ৬৫ টাকা দরে ২ কেজি মসুর ডাল, ১১০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল প্রতিজন প্যাকেজ পরিবার ৪০৫ (চারশত পাঁচ)টাকা করে বিতরণ করা হয়। 

সোমবার (২২ আগস্ট) সকাল ৯টায় দিকে কাপ্তাই ইউনিয়ন পরিষদ কার্যলয়ে ৪ নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ উদ্ধোধনের মাধ্যমে ৮০০'শত জন কার্ডধারী'কে সাশ্রয়ী মূল্যে টিসিবি পণ্য বিতরণ করা হয়।

এর আগে,২০'শে আগস্ট চিৎমরম ইউনিয়ন চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী উপস্থিতিতে ৬৫০ জন কার্ডধারী এবংচন্দ্রঘোনা ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন মিলন উপস্থিতিতে ৮২২ জন কার্ডধারী পরিবার'কে টিসিবি পণ্য বিতরণ করা হয়।

কাপ্তাই ইউনিয়ন টিসিবি’র ডিলার মের্সাস কাঞ্চন চৌধুরী ও চন্দ্রঘোনা ইউনিয়ন টিসিবি'র ডিলার মের্সাস মুন স্টোর মুসা তালুকদার জানান, পণ্য নিতে এসে দীর্ঘ লাইন ধরতে হয়। এতে কিছুটা বিলম্ব হলেও সঠিক ভাবে পণ্য সরবরাহ করতে পেরেছি।সরকার নির্ধারিত টিসিবি কার্ডধারী প্রতিজনকে ১১০ টাকা করে ২ লিটার সয়াবিন তেল,৬৫ টাকা করে ২ কেজি মসুর ডাল,৫৫ টাকা করে ১ কেজি চিনি দেয়া হচ্ছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রুহুল আমিন বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক শোকাবহ আগষ্ট মাস উপলক্ষে কাপ্তাই উপজেলা ৪র্থ ধাপে ৭৬৫১ জন উপকারভোগী ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য পাবে।তিনি আরো বলেন, আগামী মঙ্গলবার (২৩ আগস্ট) রাইখালী ইউনিয়ন ও বুধবার(২৪ আগস্ট) ওয়াগ্গা ইউনিয়নের টিসিবি পণ্য বিতরণ কার্যক্রম সুষ্ঠভাবে সম্পন্ন করতে উপজেলা প্রশাসন সার্বক্ষণিক
নজরধারি রেখেছেন।

উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান বলেন,গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশনা মোতাবেক স্বল্প মূল্যে টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রম অব্যহত থাকবে এবং এই বিষয়ে যাতে কোন প্রকার অনিয়ম না হয় সেই বিষয়ে সংশ্লিষ্ট সকলকে বিশেষ দৃষ্টি রাখার নির্দেশনা প্রদান করেন।

(আরএম/এসপি/আগস্ট ২২, ২০২২)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test