E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুবর্ণচরে কীটনাশক দিয়ে হাঁস মারার অভিযোগ

২০২২ আগস্ট ২৩ ১৭:৫৫:৩৩
সুবর্ণচরে কীটনাশক দিয়ে হাঁস মারার অভিযোগ

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালী সুবর্ণচর  উপজেলায় কীটনাশক দিয়ে ২২ টি হাঁস মেরে ফেলার অভিযোগ উঠেছে আহসান উল্যাহ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় সোমবার চরজব্বার  থানায় একটি অভিযোগ করেছেন ভুক্তভোগী ফারুক হোসেন।

সোমবার (২২ আগস্ট ) সকাল বেলা উপজেলার ১নং চরজব্বর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে মোঃ মুকবুল আহমেদের ছেলে ভুক্তভোগী ফারুকের বাড়ীর পাশে ধান ক্ষেতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আহসান উল্যাহ ১নং চরজব্বর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মোঃ দুলাল দরবেশের ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, বর্গাচাষি আহসান উল্যাহ কাউকে না জানিয়ে তার পাকা ধান ক্ষেতে কীটনাশক ছিটিয়ে দেয়। এরপর ওই এলাকার ফারুক হোসেনের ২২ টি হাঁস ওই ধান ক্ষেতে গিয়ে খাবার খেলে হাঁসগুলো ধানক্ষেতেই মারা যায়। এরপর হাঁস মরার কথা আহসান উল্যাহকে জানাইলে সে উল্টো ফারুককে বিভিন্নভাবে হুমকি ধমকি দেয়।

ভুক্তভোগী ফারুক হোসেন বলেন, ওই হাঁসগুলো আগে থেকেই উক্ত ধান ক্ষেত ও আশপাশের জায়গাগুলো থেকে খাবার খেত। আহসান উল্যাহ ইচ্ছে করেই তার পাকা ধানে কাউকে না জানিয়ে ধান ক্ষেতে কীটনাশক দেয়। যাতে হাঁসগুলো খাবার খেতে গেলে মারা যায়। আমি এর উপযুক্ত বিচার চাই।

অভিযুক্ত আহসান উল্যাহ বলেন, আমার পাকা ধান পোকামাকড়ে নষ্ট করে ফেলতেছে এজন্য আমি ধানে কীটনাশক ব্যবহার করছি, আশপাশের সবাইকে কীটনাশক ব্যবহারের কথা জানিয়ে দিয়ে আসছি, ফারুক হোসেন হয়তো ভূলবসত হাঁসভুলো ধানে ছেড়ে দিয়েছে, তার হাঁসগুলো মারা যাওয়ায় দুঃখ প্রকাশ করছি।

(এস/এসপি/আগস্ট ২৩, ২০২২)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test