E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আমতলীতে জাতীয় শোক দিবসের দোয়া ও গণভোজ

২০২২ আগস্ট ২৫ ১৮:৩২:১৬
আমতলীতে জাতীয় শোক দিবসের দোয়া ও গণভোজ

আমতলী প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বৃহস্পতিবার আমতলী পৌরসভা প্রাঙ্গণে উপজেলা আওয়ামীলীগ উদ্যোগে দোয়া ও গণভোজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনিদের দ্রুত দেশে এনে বিচার কার্যকরের দাবী জানান।

বৃহস্পতিবার বেলা ১২ টায় আমতলী পৌরসভা প্রাঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শোক দিবসের অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাড. এমএ কাদের মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।

বিশেষ অতিথি ছিলেন বরগুনা জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর কবির, গ্রামীণ ব্যাংকের সাবেক জিএম উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জামাল উদ্দিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মোঃ রইসুল আলম রিপন। আমতলী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুল ইসলাম মৃধা, ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা, মোঃ বোরহান উদ্দিন মাসুম তালুকদার, মোঃ আখতারুজ্জামান বাদল খাঁন, মোঃ আসাদুজ্জামান মিন্টু মল্লিক, অ্যাড.এইচ এম মনিরুল ইসলাম মনি, মোসাঃ সোহেলী পারভীন মালা প্রমুখ।

প্রধান অতিথি অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলেন, বিএনপি-জামায়াত ২১ আগষ্ট গ্রেনেট হামলায় বাংলায় রক্তের হলি খেলা খেলেছে। আর এই বাংলায় রক্তের হলি খেলা খেলতে দেয়া হবে না। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এ উন্নয়নের ধারা অব্যহত রাখতে ঐক্যবন্ধ ভাবে প্রধানমন্ত্রীর হাতকে আরো শক্তিশালী করতে হবে। দক্ষিণাঞ্চলের মাটি প্রধানমন্ত্রীর ঘাটি। তা তিনি পদ্ধা সেতু নির্মাণ করেই বুঝিয়ে দিয়েছেন।

(এন/এসপি/আগস্ট ২৫, ২০২২)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test