E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘শোক দিবস পালনে যারা বাধা সৃষ্টি করে তারা আ.লীগের নেতা হতে পারে না’

২০২২ আগস্ট ২৬ ১৮:০৯:৪৭
‘শোক দিবস পালনে যারা বাধা সৃষ্টি করে তারা আ.লীগের নেতা হতে পারে না’

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় মাটে চর মাধবদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে উক্ত সংগঠনের সভাপতি খন্দকার নজরুল ইসলাম সভাপতিত্বে এক আলোচনা সভা ও গণভোজ অনুষ্ঠানে একথা বলেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব শামীম বিশেষ অতিথি ছিলেন হকে, সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ,জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগম, সাধারণ সম্পাদক সৈয়দ নুসরাত রাসুল তানিয়া, জেলা শ্রমিক লীগের আহ্বায়ক গোলাম মোঃ নাসির, সাবেক জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্না হাসান, সদর উপজেলা চেয়ারম্যান আঃ রাজ্জাক মাষ্টারসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মী।

আলোচনা সভায় উপস্থিত বক্তারা বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শোক দিবস পালন নিয়ে যারা বাধার সৃষ্টি করে তারা আওয়ামী লীগের নেতা হতে পারে না। এই মাঠে গতকাল যে ঘটনা ঘটছে তা কোন বিবেকবান মানুষ করতে পারে না। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিকে মারা মানে জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারন সম্পাদককে মারা সমান কথা। তাই সভায় উপস্থিত বক্তারা ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক এ্যাড. শামসুল হক ভোলা মাষ্টাকে আওয়ামী লীগ থেকে চিরতরে বহিষ্কার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেন।

(ডিসি/এসপি/আগস্ট ২৬, ২০২২)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test