E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কলারোয়ায় পেট্রোল বোমায় মাসহ দু’ শিশু অগ্নিদগ্ধ

২০১৪ অক্টোবর ০৯ ১৫:৪৬:১৯
কলারোয়ায় পেট্রোল বোমায় মাসহ দু’ শিশু অগ্নিদগ্ধ

সাতক্ষীরা প্রতিনিধি : দুর্বৃত্তদের ছোঁড়া প্রেট্রোল বোমায় মা ও দু’ শিশু সন্তান অগ্নিদগ্ধ হয়েছে। বুধবার রাত ১২টার দিকে সাতক্ষীরার কলারোয়া উপজেলার লঙ্গলঝাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মারাত্মক দগ্ধ তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ এ- হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।

অগ্নিদগ্ধরা হলেন, কলারোয়া শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজের দর্শন বিভাগের প্রভাষক উপজেলার লাঙ্গলঝাড়া গ্রামের খলিলুর রহমানের স্ত্রী ঝরনা খাতুন (৩৫), তার ছেলে কলারোয়া জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর ছাত্র তানভির আসাদ (১৩) ও লাঙ্গলঝাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনীর ছাত্র তামিম আজাদ (০৭)।

প্রভাষক খলিলুর রহমান জানান, গত বুধবার রাতে তিনি ঘরের মেঝেতে ও তার স্ত্রী দুই শিশু পুত্রকে নিয়ে একই কক্ষের খাটের উপর ঘুমিয়ে ছিলেন। রাত ১২ টার দিকে ঘরের পিছনের (উত্তর পার্শ্বের) জানালা দিয়ে দুর্বত্তরা একটি পেট্রোল বোমা ছুঁড়ে মারে। এসময় তিনি বোমার শব্দে ঘুম থেকে জেগে উঠে ঘরের বাইরে এসে চিৎকার করলে প্রতিবেশীরা ছুঁটে এসে পানি দিয়ে আগুন নিভিয়ে অগ্নিদগদ্ধদের উদ্ধার করে প্রথমে কলারোয়া ও পরে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। তবে কারা এ ধরণের বোমা হামলা চালিয়েছে সে সম্পর্কে মন্তব্য করতে তিনি অপারগতা প্রকাশ করেন।

সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মারুফ হাসান জানান, অগ্নিদগ্ধ ঝরনা খাতুনের দেহের ৭৫ ভাগ ও শিশু দুটির দেহের ৮০ ভাগ পুড়ে গেছে। আশঙ্কাজনক অবস্থায় বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ এ- হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তির জন্য স্থানাস্তর করা হয়।

এদিকে প্রেট্রোলের আগুনে ঝলসে যাওয়া একই পরিবারের তিন সদস্যকে বৃহষ্পতিবার সকাল ১১টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে দেখতে আসেন সাংসদ অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরার পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীর ও কলারোয়া উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। এর পর তারা ঘটনাস্থল পরিদর্শণ করেন। ফিরোজ আহম্মেদ স্বপন খলিলুর রহমানকে আওয়ামী লীগ কর্মী হিসেবে দাবি করে ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাািব জানান।
সাতক্ষীরার অতিরিক্তি পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন জানান, কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শফিকুর রহমানের নেতৃত্বে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এ রিপোর্ট লেখার সময় বিকেল সাড়ে তিনটা পর্যন্ত এ নিয়ে কলারোয়া থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি।

(আরকে/এটিআর/অক্টোবর ০৯, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test