E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কলাপাড়ায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরণ বিতরণ

২০২২ সেপ্টেম্বর ০১ ১৬:১১:৫৫
কলাপাড়ায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরণ বিতরণ

কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনসার্ণ বাংলাদেশ এর ফ্যামিলি ডেভেলপমেন্ট ফর চিলড্রেন উইথ স্পন্সরশীপ (এফডিসিএস) প্রকল্পের আওতায় প্রধান অথিথি হিসেবে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু বক্কর সিদ্দিকীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিপিপি'র সহকারী পরিচালক আছাদ উজ জ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোকসেদুর রহমান, শিক্ষক এম এ সালেহ, বাদল চন্দ্র বিশ্বাস ও এফডিসিএস প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার মিঃ ফ্যান্সিস তমাল হালদার ও রাজীব বিশ্বাস।

অনুষ্ঠানে কলাপাড়ার ৭৯ শিক্ষার্থীর মধ্যে তিন মাসের স্কুল বেতনের ৪৮ হাজার টাকা ও শিক্ষা উপকরণ খাতা, কলম তুলে দেয়া হয়। দুই দফায় এ প্রকল্পের মাধ্যমে এই ৭৯ শিক্ষার্থীকে দুই লাখ দুই হাজার নয়শত টাকা প্রদান করা হয়।

(এমকে/এসপি/সেপ্টেম্বর ০১, ২০২২)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test