E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

সিরাজগঞ্জে অনির্দিষ্টকালের বাস ও ট্রাক ধর্মঘট প্রত্যাহার

২০১৪ এপ্রিল ২৮ ১১:০২:২৯
সিরাজগঞ্জে অনির্দিষ্টকালের বাস ও ট্রাক ধর্মঘট প্রত্যাহার

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে বাস ও সিএনজি অটোরিক্সা শ্রমিকদের মধ্যে সংঘর্ষের জের ধরে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট প্রত্যাহার করেছে সিরাজগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়ন।

রবিবার রাত ১১ টায় সিরাজগঞ্জ সদর আসনের সাংসদ অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এমপির মধ্যস্থতায় জেলা মটর শ্রমিক ইউনিয়ন ও সিএনজি অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সভা শেষে এই ঘোষণা দেয়া হয়।

তিনি আরো জানান, দুই শ্রমিক ইউনিয়নের মধ্যে দ্বন্দ্ব ও সংঘর্ষের জের ধরে যে ধর্মঘট ডাকা হয় তা সাধারন যাত্রীদের জন্য হয়রানিকর। এ সমস্যার অবসানে উভয় পক্ষকে নিয়ে একত্রে বসে সমাধানের একটি পথ খুঁজে বের করা হয়েছে। সিরাজগঞ্জের শ্রমিক সংগঠনগুলোর মধ্যে যেন আর কোন সংঘর্ষ না ঘটে এজন্য শীঘ্রই পদক্ষেপ গ্রহণ করা হবে।

জেলা প্রশাসকের কার্যালয়ে শ্রমিক সংগঠনগুলোর মধ্যে অনুষ্ঠিত এই সমঝোতা সভায় আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) বিল্লাল হোসেন, পুলিশ সুপার (এস পি) এস এম এমরান হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আনসার আলী, জেলা বাস মালিক সমিতির সভাপতি জিন্নাহ আল মাজি, সিএনজি অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক নজরুল ইসলাম লেবু, অটোরিক্সা মালিক সমিতির সভাপতি ফিরোজ শেখসহ শ্রমিক ও মালিক সংগঠনের নেতারা।

উল্লেখ্য, শনিবার সকালে সিরাজগঞ্জে বাস ও সিএনজি অটোরিক্সা শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত দশ জন আহত হয়। সংঘর্ষ চলাকালে প্রায় পাঁচটি সিএনজি অটোরিক্সা ও একটি বাস ভাংচুর করা হয়। এ ঘটনার জের ধরে ঐদিনই সিরাজগঞ্জ জেলার সকল রুটে অনির্দিষ্টকালের জন্য বাস ও ট্রাক ধর্মঘট আহ্বান করে জেলা মটর শ্রমিক ইউনিয়ন।

(এসএস/জেএ/এপ্রিল ২৮,২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test