E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নেত্রকোনায় কালবৈশাখীতে একই পরিবারের ৪ জনসহ নিহত ১০

২০১৪ এপ্রিল ২৮ ১১:০৩:৩৫
নেত্রকোনায় কালবৈশাখীতে একই পরিবারের ৪ জনসহ নিহত ১০

নেত্রকোনা প্রতিনিধি : রোববার রাতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে নেত্রকোনার কলমাকান্দা, মোহনগঞ্জ, সদর ও বারহাট্টা উপজেলায় মা ও তিন সন্তানসহ ১০ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরো ৪ শতাধিক।

নিহতরা হলেন-বিষমপুর গ্রামের আফরোজা বেগম (২২), তার সৎ ছেলে সাগর (১০), রাসেল (৭) ও রানা (২) , নয়নগরের মামুন (১২), আনন্দপুর গ্রামের জুনু মিয়ার স্ত্রী দিপ্তী বেগম (৬০) ও রানিগাঁওয়ের আহালের মা (৫০), মোহনগঞ্জের সোমা (৯), সদর উপজেলার কদম আলী মুন্সি (৮৫) এবং বারহাট্টার এমদাদ (৩০) ।

জেলা প্রশাসক ড. আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল করিম জানান, রাতে ঝড়ের সময় মোতালিব মিয়ার স্ত্রী আফরোজা ৩ ছেলে নিয়ে আধাপাকা ঘরের ভেতর অবস্থান করছিলেন। এসময় ঘরের ছাউনি উড়ে যায় ও দেয়াল ভেঙে তাদের উপর পড়লে ঘটনাস্থলেই তারা মারা যান।

তিনি আরো জানান, একই সময়ে একই উপজেলার নয়নগর গ্রামে কাল বৈশাখী ঝড়ে গাছ ভেঙে মামুন নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানান, জেলার বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড়ে অসংখ্য কাঁচা ও আধাপাকা বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। এছাড়া ফসলেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

খবর পেয়ে সকালে কলমাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম ও উপজেলার নিবার্হী কর্মকর্তা (ইউএনও) ওহিদুল ইসলাম ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন।

(ওএস/অ/এপ্রিল ২৮, ২০১৪)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test