E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হিন্দু সম্প্রদায়ের সেই জমির অবৈধ দখলে বাধা দেওয়ায় মারপিট, আহত ২

২০২২ সেপ্টেম্বর ০৬ ১৮:০৪:২৪
হিন্দু সম্প্রদায়ের সেই জমির অবৈধ দখলে বাধা দেওয়ায় মারপিট, আহত ২

রাজবাড়ী জেলা প্রতিনিধি : রাজবাড়ীর কালুখালি উপজেলার বড়-কলকলিয়া বাজার সংলগ্ন হিন্দু সম্প্রদায়ের জমি দখল করতে জালাল ও মিটু বাহিনী বিপুল চন্দ্র ঘোষ ও মোহন চন্দ্র ঘোষ কে বেধড়ক মারপিট করেছে। 

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে বড় কলকলিয়া বাজারে মোবাইল টাওয়ারের (জমির উপর) সামনে থেকে মারপিট করা হয়।

বিপুল চন্দ্র ঘোষ এর স্ত্রী বলেন, সকালে আমাদের জমি জবরদখল করতে জালাল ও মিঠু লোকজন নিয়ে আসলে আমার স্বামী ও দেবড় বাধা দিলে তাদের ধারালো অস্ত্র ও ইট দিয়ে হাতে পায়ে বুকে পিঠে আঘাত করে। এখন তারা দুইজনই পাংশা হসপিটালে চিকিৎসাধীন আছে।

আহত মোহন ঘোষের সাথে কথা হলে তিনি বলেন, আমার ও আমার বড় ভাইকে জালাল, মিঠু ও তাদের সাথে আশা ৫/৭ জন আমাদের উপর পূর্ব পরিকল্পিত ভাবে হামলা চালায়। এর আগে আমাদের কাছে বিভিন্ন মাধ্যমে চাঁদা দাবী করে। এখন আমরা পাংশা হসপিটালের ভর্তি আছি। আমার ও আমার ভাইয়ের ইট দিয়ে বুকের আঘাত করায় চেকাপের জন্য রাজবাড়ী যাচ্ছি।

এ বিষয়ে মিঠুন হোসেন (মিঠু) সাথে কথা হলে তিনি সব কিছু অশিকার করে বলে আমি এখন থানায় আছি পরে কথা বলবো।

কালুখালী থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হাসান বলেন, আমি বিপুল ঘোষ ও মোহন ঘোষ এর পক্ষ থেকে অভিযোগ পাই নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবো।

উল্লেখ্য, বিধান চন্দ্র ঘোষ গং এর শরীকানা সম্পত্তির থেকে ২০১১ সালে কাসাদাহ গ্রামের মৃত কেসমত আলী মল্লিকের ছেলে রঞ্জু মল্লিক ও মঞ্জু মল্লিক ৮১৭ নং দাগের ৪ শতাংশ জমি ক্রয় করে। ওই দাগের মোট ৮৩ শতাংশ জমির মধ্যে ৫৭ শতাংশ জমি বিধান চন্দ্র ঘোষ গং এর। বিধান চন্দ্র ঘোষ এর কাকা ওই জমি বিক্রয়ের সময় স্থান উল্লেখ করে বিক্রি করে, যেটা দলিলে স্পষ্ট রয়েছে। রঞ্জু ও মঞ্জু জমি ক্রয়ের কিছু দিন পরে রাস্তার সামনের অংশ দাবি করে দখলের চেষ্টা চালায়। বিধান গং বাধা দিলে রঞ্জু মঞ্জু বাহিনী তাদের বাড়ির নারী পুরুষ দের বেধড়ক মারপিট করে। সে সময় অনেকেই আহত হয়৷

ঘটনা ক্রমে রঞ্জু, মঞ্জুর কাছ থেকে প্রভাবশালী জালাল ও মিঠু জমি ক্রয় করে। তারা নিজেদের ক্ষমতার অপব্যবহার করে হিন্দু সম্প্রদায়ের জমি দখল করার চেষ্টা চালায়।

বাধ্য হয়ে বিধান চন্দ্র ঘোষ গং ওই দাগের সম্পত্তির উপর ১৪৪ ধারা জারি করে। যাতে করে অন্য কেউ ওই সম্পত্তি জবর দখল না করতে পারে।

বিধান চন্দ্র ঘোষ গং ১৪৪ ধারা জারি কৃত জমির পাশের ৮২৬ নং দাগের সম্পত্তির উপর ঘর করতে গেলে জালাল, মিঠু বাহিনী সংখ্যালঘু বিধান গং এর উপর হামলা চালায়। জালাল, মিঠু বাহিনী হুমকি চালায় ১৪৪ ধারা তুলে নিয়ে তাদের ঘর করতে না দিলে এই দেশে থাকতে পারবে না বিধান গং।

এখানেই শেষ নয়, বিধান গং কে আর কোন ঘর করতে দেওয়া হবে না রাস্তার সাথের অংশে। এজন্য বিধান গং এর নির্মাধীন ঘরের দেওয়ালের ইট খুলে ফেলে জালাল ও মিঠু বাহিনী। আজ জালাল ও মিঠু বাহিনী ইট নিয়ে এসে জমি জবরদখল করে ঘর তুলতে যায়।

(এমজি/এসপি/সেপ্টেম্বর ০৬, ২০২২)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test