E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘প্রধানমন্ত্রী গ্রামের খেটে খাওয়া মানুষের জন্য কাজ করে যাচ্ছেন’

২০২২ সেপ্টেম্বর ১১ ১৮:১৫:২৭
‘প্রধানমন্ত্রী গ্রামের খেটে খাওয়া মানুষের জন্য কাজ করে যাচ্ছেন’

মাদারীপুর প্রতিনিধি : বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের গ্রামের খেটে খাওয়া মানুষের জন্য দিন-রাত কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম. এ মান্নান। 

তিনি বলেন, কোন উন্নয়নের পরিকল্পনা নিয়ে গেলে সবার আগে প্রধানমন্ত্রী আপনাদের কথা জিজ্ঞেস করেন যে, এতে গ্রামের খেটে খাওয়া মানুষ কতটুকু উপকার পাবে। তার পরিকল্পনা গ্রামকে শহরে পরিনত করতে হবে। তাই গ্রামের খেটে খাওয়া মানুষের কথা চিন্তা করে সব পরিকল্পনা করে যাচ্ছেন আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি আরো বলেন, বিএনপি নির্বাচনের মাঠে না নামলে খেলা বন্ধ হয়ে যাবে না। কারন মাঠে রেফারি হিসেবে নির্বাচন কমিশন আছে। ক্ষমতায় আসার জন্য ভোটের কোনো বিকল্প নেই। তাই তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, তারা (বিএনপি) নির্বাচনে আসুক, জনগণ যদি তাদের ভোট দেয় তারা ক্ষমতায় এসে দেশ চালাক। ভোটের বিকল্প মারপিট বা হরতাল নয়। হরতাল হলে শ্রমজীবী মানুষের পরিবারনা খেয়ে থাকবে। তাই আপনারা (বিএনপি) বিভিন্ন ষরযন্ত্র না করে নির্বাচনে আসুন।

সাধারন জনগনের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা যদি মনে করেন দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় শেখ হাসিনা ভালো কাজ করেছে, তাকে আপনাদের উন্নয়নের সার্থে দরকার, তার বুদ্ধি আছে তাহলে তাকে আরেকবার বিবেচনা করবেন এটা আমার অনুরোধ।

আজ রবিবার দুপুরে মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব এনায়েত নগর ইউনিয়নের পূর্ব আলীপুর গ্রামে হাউজহোল্ড ইনকাম এন্ড এক্সপেন্ডিচার তথ্য সংগ্রহ কার্যক্রম পরিদর্শনে এসে এসব মন্তব্য করেন তিনি।

হাউজহোল্ড ইনকাম এন্ড এক্সপেন্ডিচার সার্ভের কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, আমাদের দেশে কোন আয়ের কতো লোক আছে। এবং সকলের শারিরীক মানসিক অবস্থা কেমন এর মাত্রা নির্ধারণ করে এর মাধ্যমে একটি জাতীয় চিত্র আগামী বছরের শুরুতে তুলে ধরবো। দারিদ্র্য দূরীকরণ, উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন এছাড়াও টেকসই উন্নয়নের লক্ষ্যে আমাদের পরিকল্পনা তৈরিতে এটি বিশেষ ভূমিকা রাখবে।

এসময় উপস্থিত ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন, জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য তাহমিনা বেগম, উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, উপজেলা নির্বাহী কর্মকর্তা পিংকি সাহা, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তৌফিকুজ্জামান শাহীন, পৌর মেয়র এসএম হানিফ ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক সরদার মোঃ লোকমান হোসেন প্রমুখ।

(ওকে/এসপি/সেপ্টেম্বর ১১, ২০২২)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test