E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মৌলভীবাজারে সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস অনুষ্ঠিত

২০২২ সেপ্টেম্বর ১২ ১৫:০০:৪৪
মৌলভীবাজারে সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস অনুষ্ঠিত

শাহরিয়ার খান সাকিব, মৌলভীবাজার সদর : মৌলভীবাজারে সাইবার সেফটি ফার্স্ট বাংলাদেশের আয়োজনে সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে কাশীনাথ আলাউদ্দিন স্কুল এন্ড কলেজের হল রুমে অনুষ্ঠিত হয়।

সাইবার সেফটি ফাস্ট বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেটর কে.বি খান বিজয়ের সভাপতিত্বে ও তামান্না আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশীনাথ আলাউদ্দিন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. কামাল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কাশীনাথ আলাউদ্দিন স্কুল এন্ড কলেজের প্রবীণ শিক্ষক লক্ষি কান্তি ধর, সহকারি শিক্ষক মুরাদ আলম, শাহজাহান আহমেদ, শিক্ষিকা নুর জাহান বেগম, সাইবার সেফটি ফার্স্ট বাংলাদেশ টিমের শুভাকাঙ্ক্ষী জসীম উদ্দীন, দৈনিক যুগান্তরের মৌলভীবাজার জেলা প্রতিনিধি হোসাইন আহমদ, মৌলভীবাজারে সাইক্লিং কমিউনিটি এন্ড রানার্স ক্লাবের এডমিন ইমন আহমেদ, ঢাকা পোস্টের মৌলভীবাজার জেলা প্রতিনিধি ওমর ফারুক নাঈম।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। শুভেচ্ছা বক্তব্য রাখেন- সাইবার সেফটি ফার্স্ট বাংলাদেশ টিমের এক্সিকিউটিভ মেম্বার হাসিনুর রহমান ওমি।

এসময় সাইবার নিরাপত্তা বিষয়ক আলোচনা করেন সাইবার সেফটি ফার্স্ট বাংলাদেশ টিমের প্রতিষ্ঠাতা পরিচালক ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেটর কে বি খান বিজয়।

সাইবার সেফটি ফার্স্ট বাংলাদেশ টিমের কাজে অতুলনীয় অবদানের জন্য শিক্ষার্থীদের মধ্যে সার্টিফিকেট ও সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা। অতিথি ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে সিএসএফ লগোযুক্ত অফিসিয়াল মাস্ক বিতরণ করা হয়।

(এসকে/এসপি/সেপ্টেম্বর ১২, ২০২২)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test