E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিপিবির নেতার গলাকাটা লাশ উদ্ধার

২০১৪ এপ্রিল ২৮ ১২:৫৫:২৪
সিপিবির নেতার গলাকাটা লাশ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী জেলা সিপিবির সম্পাদকমন্ডলীর সদস্য ও সদর উপজেলা সিপিবির সভাপতি মফিজুর রহমানের (৬০) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাত ১২টার দিকে সুবর্ণচর উপজেলার আল-আমিন বাজার ধানের জমিন থেকে তাঁর লাশ উদ্ধার করে চরজব্বর থানা পুলিশ।

এ ঘটনায় তাঁর পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে কে বা কারা কেন তাঁকে হত্যা করেছে এ বিষয়ে পুলিশ এখনও কোন রহস্য উদঘাটন করতে পারেনি। তাঁর ব্যবহৃত মোটর সাইকেলটিও উদ্ধার করা সম্ভব হয়নি।

নিহত মফিজুর রহমান হাতিয়া উপজেলার চর কিং ইউনিয়নের ফরাজী গ্রামের মৃত রহমত উল্যার ছেলে। তিনি স্বপরিবারে জেলা সদরের মাইজদী খন্দকার পাড়ার একটি ভাড়া বাসাতে থাকতেন। এ ছাড়া তিনি প্রগতী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর একজন কর্মকর্তা।

সুবর্ণচর উপজেলার চরজব্বর থানা পুলিশ জানান, রবিবার রাত সাড়ে ১১টার দিকে পথচারীরা একটি গলাকাটা লাশ দেখে চরজব্বর থানায় খবর দেয়। পরে উপ-পরিদর্শক (এসআই) বাতেনের নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে পৌনে ১২টার দিকে তাঁর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।

নিহত মফিজুর রহমানের স্ত্রী মনোয়ারা বেগম বলেন, রবিববার দুপুরের খাওয়া শেষে ৪টার দিকে নাতীকে নিয়ে শহরের বিভিন্ন স্থানে ঘোরেন। পরে বিকাল সাড়ে ৫টার দিকে মোটরসাইকেলে নাতীকে খন্দকার নগরের ভাড়া বাসার সামনের গেইটে নামিয়ে দিয়ে মিটিং আছে বলে চলে যান। রাত ৮টার দিকে তাঁর সেলফোনে যোগাযোগ করা হলে তিনি দুই ঘন্টার মধ্যে বাসায় ফিরে আসবেন বলে জানান। পরবর্তীতে রাত ১০টার দিকে ফোন দেয়া হলে তাঁর নাম্বার বন্ধ পাওয়া যায়।

নিহত মফিজুর রহমানের রাজনৈতিক সহকর্মী জেলা সিপিবির সাধারণ সম্পাদক জাফর উল্যা বাহার বলেন, রাজনৈতিক জীবনে মফিজুর রহমান চরাঞ্চলের ভূমিহীনদের স্বার্থ রক্ষায় দীর্ঘদিন কাজ করছেন। তার রাজনৈতিক শত্রু থাকতে পারে। তবে ব্যক্তিগত কোন দ্বন্দ্ব নেই। তিনি এই হত্যাকান্ডের মূল রহস্য উদঘাটন ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারকারী চরজব্বর থানার উপ-পরিদর্শক (এসআই) বাতেন হত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত করেন। ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে। এ ছাড়া পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষকেও বিষয়টি অবগত করা হয়েছে।

(জেএইচবি/জেএ/এপ্রিল ২৮, ২০১৪)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test