E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কাপ্তাইয়ে এসএসসি পরিক্ষার্থী ১ হাজার ১৪০ জন

২০২২ সেপ্টেম্বর ১৪ ১৭:৪১:৪৮
কাপ্তাইয়ে এসএসসি পরিক্ষার্থী ১ হাজার ১৪০ জন

রিপন মারমা, রাঙামাটি : আগামী ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বাংলা প্রথমপত্রের পরীক্ষার মাধ্যমে সারাদেশে একযোগে শুরু হচ্ছে ২০২২ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। এবার মোট পরীক্ষার্থী ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন।

আগের বছরের তুলনায় এবার ২১ হাজার ৩৮৬ পরীক্ষার্থী কম। তবে প্রতিষ্ঠান বেড়েছে ৫৫৬টি। এছাড়া কেন্দ্র বেড়েছে ১১১টি। এর মধ্যে রাঙামাটি কাপ্তাই উপজেলা ১১টি মাধ্যমিক বিদ্যালয় এবং ২ টি মাদ্রাসাসহ মোট ১৩ টি শিক্ষা প্রতিষ্ঠানে পরিক্ষার্থী আছে ১১৪০ জন। এ বছর ৩ ঘণ্টার পরিবর্তে প্রতিটি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২ ঘণ্টা। বেলা ১১টা থেকে পরীক্ষা শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অর্থাৎ ১০টা ৩০ মিনিটের মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে পরীক্ষার্থীদের।

কাপ্তাই মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে'র জানা যায়, এবারে কাপ্তাইয়ে এসএসসি পরিক্ষার্থী আছে ১১৪০ জন এর মধ্যে নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয় ১৫৪ জন নিয়মিত পরিক্ষার্থী,পাহাড়িকা উচ্চ বিদ্যালয় ৬০ জন নিয়মিত পরিক্ষার্থী,বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয় ৮৯ জন নিয়মিত পরিক্ষার্থী, বাংলাদেশ নৌবাহিনীর স্কুল এন্ড কলেজ ৮৪ জন নিয়মিত পরিক্ষার্থী, শহীদ শামসুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় ৪৮ জন নিয়মিত পরিক্ষার্থী,কাপ্তাই উচ্চ বিদ্যালয় ১১৫ জন নিয়মিত পরিক্ষার্থী,চিৎমরম উচ্চ বিদ্যালয় ৭৫ জন নিয়মিত পরিক্ষার্থী,বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয় ৬৩ জন নিয়মিত পরিক্ষার্থী, ওয়াগ্গা উচ্চ বিদ্যালয় ১৩৭ জন নিয়মিত পরিক্ষার্থী, কে,আর,সি উচ্চ বিদ্যালয় ৬৯ জন নিয়মিত পরিক্ষার্থী, কে,পি,এম উচ্চ বিদ্যালয় ১০৪ জন নিয়মিত পরিক্ষার্থী, কাপ্তাই আল-আমিন নুরিয়া মাদ্রাসা ১২৬ জন নিয়মিত পরিক্ষার্থী, তৈয়্যবিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা ১৬ জনসহ নিয়মিত পরিক্ষার্থী রয়েছে, ১১৪০জন। চলতি বছরে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল গত ১৯ জুন। তবে সিলেট ও ‍সুনামগঞ্জসহ দেশের কয়েকটি এলাকায় বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি হওয়ায় তা স্থগিত করে ১৫ সেপ্টেম্বর দিন নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।’

এবার সকাল ১০টার পরিবর্তে বেলা ১১টায় এসএসসি ও সমমানের পরীক্ষা ২ ঘণ্টার। এর মধ্যে এমসিকিউ ২০ মিনিট, লিখিত ১ ঘণ্টা ৪০ মিনিট পরিক্ষা শুরু হবে আগামীকাল থেকে।

(আরএম/এসপি/সেপ্টেম্বর ১৪, ২০২২)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test