E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মৌলভীবাজারে চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবকের মৃত্যু

২০২২ সেপ্টেম্বর ১৫ ১৫:৩০:০৯
মৌলভীবাজারে চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবকের মৃত্যু

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজারে মধ্যরাতে চা শ্রমিকের বাড়িতে চুরি করার সময় জনতার গণপিটুনিতে সায়েম মিয়া (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের কদুপুর গ্রামে এ ঘটনা ঘটে। এঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। নিহত সায়েম সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের নিতেশ্বর গ্রামের রিয়াজ মিয়ার ছেলে বলে জানা গেছে।

এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধি সূত্রে জানা যায়, বুধবার মধ্যরাতে সায়েমের নেতৃত্বে কয়েকজনের সংঘবদ্ধ চোর চক্র কদুপুর গ্রামের মৃত রাজকুমার পাশীর বাড়িতে চুরির উদ্দেশ্যে হানা দিলে বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার শুরু করেন। এসময় তাদের চিৎকারে গ্রামবাসীসহ আশপাশের লোকজন এগিয়ে এলে অন্যরা পালিয়ে গেলেও সায়েম জনতার হাতে ধরা পড়ে। এসময় ক্ষুব্ধ জনতা সায়েমকে গণপিটুনি দিলে সে ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে শহর থেকে আসা টহল পুলিশ ঘটনাস্থল থেকে কিছু দূরের এলপি ফিলিং স্টেশন থেকে মৃতদেহ উদ্ধার করে মৌলভীবাজার সদর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসে।

বিষয়টি নিয়ে ১২ নং গিয়াসনগর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোশাররফ টিটুর সাথে মুঠোফোনে জানতে চাইলে তিনি জানান, রাতে চুরি করতে গিয়ে জনতার গণপিটুনিতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়েছে। তিনি আরও জানান,মাত্র এক সাপ্তাহ পূর্বে চুরির ঘটনায় কারাগার থেকে জামিনে মুক্তি পায় সে,তাঁর বিরুদ্ধে চুরি ও ছিনতাইয়ের অনেক মামলা রয়েছে। এলাকায় অসংখ্য চুরি ও ডাকাতির ঘটনায় সে জড়িত থাকলেও তাকে ধরা যায়নি। তার নেতৃত্বে গড়ে উঠা চোর চক্রের কারনে এলাকার মানুষ অতিষ্ট ছিলো।

ওই ইউনিয়নের ইউপি সদস্য সাজ্জাদুর রহমান জানান,নিহত সায়েমের বিরুদ্ধে আশপাশের এলাকায় একাধিক চুরি ও ছিনতাইয়ের অভিযোগ ছিলো। এসব অভিযোগ নিয়ে এলাকায় বেশ কয়েকবার সালিশ ও হয়েছে। সর্বশেষ সালিশ বৈঠকে স্থানীয় জনপ্রতিনিধিরা তাঁকে এসব অপকর্ম ছেড়ে ভাল হওয়ার পরামর্শ দেন। শুধু তাই নয়,চুরি ছিনতাই ছেড়ে দিলে আর্থিক সহায়তা করা হবে এমন প্রস্তাবও দেয়া হয়। তবুও থেমে থাকেনি সায়েম। ফের জামিনে বেড়িয়েই জড়িয়ে পরে চুরি-ছিনতাইয়ে।

মৌলভীবাজার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে আড়াইটা থেকে ৩টার মধ্যে খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে টহল পুলিশ পাঠানো হয়। পুলিশ গিয়ে দেখতে পায় এলপি ফিলিং স্টেশনে নিহতের লাশ পরে আছে। এর পর সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। পিটুনির ঘটনায় নিহত হয়েছে স্বীকার করলেও চুরির বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি। এ ঘটনায় ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তিনি আরও জানান,ময়না তদন্ত শেষে আইনগত ব্যবস্থাও নেয়া হবে দ্রæত।

এদিকে মৌলভীবাজার সদর মডেল থানা সূত্রে জানা যায়,নিহত সায়েমের বিরুদ্ধে থানায় ৩টি চুরির মামলাসহ মোট ৪টি মামলার রেকর্ড রয়েছে। তবে এলাকাবাসী বলছেন তাঁর বিরুদ্ধে অসংখ্য চুরির অভিযোগ রয়েছে।

(একে/এএস/সেপ্টেম্বর ১৫, ২০২২)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test