E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নীলফামারী জেলা পরিষদ নির্বাচন

বিপুল নেতাকর্মী ও বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে মনোনয়ন জমা দিলেন এ্যাড. মমতাজুল হক

২০২২ সেপ্টেম্বর ১৫ ১৬:৩৬:০৪
বিপুল নেতাকর্মী ও বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে মনোনয়ন জমা দিলেন এ্যাড. মমতাজুল হক

ওয়াজেদুর রহমান কনক, নীলফামারী : নীলফামারী জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ্যাডভোকেট মমতাজুল হক মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ সকাল ১১টায় এ উপলক্ষে দলীয় নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ে উপস্থিত হয়। জেলা আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন উপজেলা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে সমবেত হয়। দুপুর সাড়ে বারটার মধ্যে জেলা আওয়ামী লীগের কার্যালয় ও এর আশপাশের এলাকা নেতা-কর্মীদের ভীড়ে মুখর হয়ে উঠে, বিপুল সংখ্যক নেতা-কর্মীদের ভীড় সামলাতে আইন শৃঙ্খলাবাহিনীকে হিমশিম খেতে হয়। এসময় শহরের চৌরঙ্গী মোড় ও এর আশপাশের এলাকা লোকে লোকারন্য হয়ে যায়।

দুপুর ১টায় উপস্থিত দলীয় নেতা-কর্মীদের উদ্দশ্যে বক্তব্য রাখেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। জেলা পরিষদ নির্বচনে 'মুক্তিযোদ্ধাদের প্রার্থী' প্রসঙ্গে বলেন, মুক্তিযোদ্ধাদের মধ্যে যদি কেউ তাদের সাথে ঘুড়ে বেড়ায়, তাহলে বুঝতে হবে তারা আওয়ামী লীগের সাথে বিশ্বাসঘাতকা করল, তারা শেখ হাসিনার সাথে বিশ্বাসঘাতকতা করল, তারা বঙ্গবন্ধুর আদর্শের সাথে বিশ্বাসঘাতকতা করল। তারা যদি আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে কাজ করেন, তাহলে দুঃখ প্রকাশ করা ছাড়া আমাদের আর কিছু করার নাই।

এসময় আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী মনোনীত প্রার্থীকে বিজয়ী করার আহবান জানান।

এরপর আওয়ামী লীগের নেতা-কর্মীদের নিয়ে একটি বিশাল মিছিল জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে উপস্থিত হয়। জেলা প্রশাসক খন্দকার ইয়াসীর আরেফিনের হাতে মনোনয়নপত্র জমা দেন জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ্যাডভোকেট মমতাজুল হক। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক, বীর মুক্তিযোদ্ধা কান্তি ভুষণ রায়, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শহিদুল ইসলাম, জেলা স্বাচিপ সভাপতি ডাঃ মমতাজুল ইসলাম মিন্টু, সাধারণ সম্পাদক ডাঃ মজিবুল হাসান চৌধুরী শাহিন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ প্রমুখ। এসময় ডোমার, জলঢাকা, কিশোরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(ওকে/এসপি/সেপ্টেম্বর ১৫, ২০২২)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test