E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কারাগারে বসে এসএসসি পরীক্ষা দিচ্ছেন এক অদম্য পরীক্ষার্থী

২০২২ সেপ্টেম্বর ১৫ ১৭:২২:৩৩
কারাগারে বসে এসএসসি পরীক্ষা দিচ্ছেন এক অদম্য পরীক্ষার্থী

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজারসহ দেশব্যাপী আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা। মৌলভীবাজারের এসএসসি পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীরা আনন্দে উৎসবে পরীক্ষায় অংশ নিতে পারলেও ব্যতিক্রম শ্রীমঙ্গল উপজেলার আছিদ আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী হেলাল আহমদ। মামলার কারনে মৌলভীবাজার জেলা কারাগারে আটক থাকায় ওই শিক্ষার্থীকে এবছর জেলা কারাগারের চার দেয়ালের মধ্যেই এসএসসি পরীক্ষায় অংশ নিতে হচ্ছে।

মৌলভীবাজার জেলা কারাগার ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, মৌলভীবাজার কারাগার থেকে এসএসসি পরীক্ষা দেন শ্রীমঙ্গল উপজেলার আছিদ আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী হেলাল আহমদ। ওই শিক্ষার্থীর বাড়ি শ্রীমঙ্গল উপজেলার সারের টং গ্রামে। তাঁর নামে নারী ও শিশু নির্যাতনের মামলা থাকার কারনে সে কারাগারে অন্তরীণ।

বিষয়টি নিশ্চিত করে জেলা কারাগারের জেল সুপার আবু মূসা জানান, গতকাল তাকে আটক করে শ্রীমঙ্গল থানা পুলিশ। শ্রীমঙ্গল থানায় তাঁর নামে নারী ও শিশু নির্যাতনের একটি মামলায় কারাগারে পাঠানো হয়। এবং তাকে সময়মতো বেলা ১১টায় প্রশ্ন তার হাতে দেয়া হয় বলে তিনি জানান। তিনি আরও বলেন, আদালতের নির্দেশনা পেয়ে আমরা পরীক্ষা নেয়ার সব প্রস্তুতি নিয়েছি। কারাগারে বসেও যেন পরীক্ষা দিতে পারে সেজন্য সব ব্যবস্থা গ্রহণ করেছি।

জেল সুপার আবু মূসা আরও জানান, বিধি অনুযায়ী ওই শিক্ষার্থীর পরীক্ষা চলাকালে কারা কর্তৃপক্ষ প্রয়োজনীয় নিরপাত্তা ব্যবস্থা গ্রহণ করেন। নিরাপত্তায় পুলিশ সদস্যরা এছাড়া ও তাঁর বিদ্যালয়ের শিক্ষক উপস্থিত ছিলেন।

মৌলভীবাজার জেলা শিক্ষা কর্মকর্তা ফজলুর রহমান বলেন, আদালতের নির্দেশনায় বিধি অনুযায়ী কারান্তরীণ এক শিক্ষার্থীর পরীক্ষা নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, এবার সারাদেশে ২৯ হাজার ৫৯১টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৩ হাজার ৭৯০ টি কেন্দ্রে এসএসসি, সমমান ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডসহ ১১টি শিক্ষা বোর্ডের আওতায় মোট ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করবে।

(একে/এসপি/সেপ্টেম্বর ১৫, ২০২২)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test