E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচন 

সদস্য পদপ্রার্থী হিসেবে জনপ্রিয়তায় এগিয়ে আজম আলী মন্ডল 

২০২২ সেপ্টেম্বর ১৭ ১৭:১৮:৫২
সদস্য পদপ্রার্থী হিসেবে জনপ্রিয়তায় এগিয়ে আজম আলী মন্ডল 

এম এ হীরা, গোয়ালন্দ : রাজবাড়ী সদর উপজেলার একজন মানবিক মানুষ আজম আলী মন্ডল জেলা পরিষদ নির্বাচনের সদস্য পদে প্রার্থী হয়েছেন। তার সদস্য প্রার্থী হওয়াকে কেন্দ্র করে ১৪ টি ইউনিয়নের সাধারন মানুষের মনে আনন্দ বইছে। সদর উপজেলার ১৪ টি ইউনিয়ন পরিষদ ও পৌরসভা ঘুরে এসে দেখা যায়।পৌরসভার মেয়র ও কাউন্সিলর গন এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার গণ তারা সবাই আনন্দ প্রকাশ করেছেন আজম আলী মন্ডল  জেলা পরিষদ সদস্য পদে পদপ্রার্থী হওয়ায়। সংশ্লিষ্ট নির্বাচিত জনপ্রতিনিধিরা বলছেন এবার আজম আলী মন্ডল কে ভোট দিবো কারণ তিনি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন হবে। 

রাজবাড়ীতে উৎসবমূখর পরিবেশে জেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহনের লক্ষে ৫ জন চেয়ারম্যান, ৩২ জন সদস্য ও ৮ জন সংরক্ষিত মহিলা আসনের সদস্য সহ মোট ৪৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছে। বৃহস্পতিবার বিকালে জেলা নির্বাচন অফিস সুত্রে এ তথ্য জানাযায়।

এদের মধ্যে রাজবাড়ী সদর উপজেলার ১৪টি ইউনিয়নের সদস্য প্রার্থী হয়েছেন, আজম আলী মন্ডল। তার মনোনয়নপত্র জমদেয়ার সময় রাজবাড়ী পৌর মেয়র মোঃ আলমগীর শেখ তিতু, মিজানপুরের চেয়ারম্যান টুকু মিজি, চন্দনীর চেয়ারম্যান আব্দুর রবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।প্রার্থী আজম আলী মন্ডল বলেন, তিনি রাজবাড়ী সদর উপজেলার গণমানুষের উন্নয়নের উদ্দেশ্যে প্রার্থী হয়েছেন।আমি নির্বাচিত হলে ১৪ টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রত্যেকটি এলাকায় উন্নয়ন কাজে সহযোগিতা করব।

জানা গেছে, আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচন। জেলার ৫ টি উপজেলা, ৩ টি পৌরসভা ও ৪২ টি ইউনিয়নের ৫৯৮ জন জনপ্রতিনিধি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আগামী ১৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ২৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র পত্যাহারের শেষ দিন এবং প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর।

(এমএইচ/এসপি/সেপ্টেম্বর ১৭, ২০২২)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test