E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বালিয়াকান্দিতে ডিজিটাল নিরাপত্তা আইনের নামে সাংবাদিক হয়রানির প্রতিবাদে মানববন্ধন 

২০২২ সেপ্টেম্বর ১৭ ১৭:৩৫:১৯
বালিয়াকান্দিতে ডিজিটাল নিরাপত্তা আইনের নামে সাংবাদিক হয়রানির প্রতিবাদে মানববন্ধন 

একে আজাদ ও মিঠুন গোস্বামী, রাজবাড়ী : সারাদেশে সাংবাদিকদের ওপর নির্যাতন বন্ধ ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ঘন্টা ব্যাপী বালিয়াকান্দি উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।

এটিএন বাংলা ও এটিএন নিউজ এবং ভোরের কাগজ-এর রাজবাড়ী প্রতিনিধি লিটন চক্রবর্তী সভাপতিত্বে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাব এর সাধারণ সম্পাদক ও প্রথম আলো রাজবাড়ী প্রতিনিধি এজাজ আহম্মেদ, সহসভাপতি ও বৈশাখী টিভির রাজবাড়ী প্রতিনিধি এবং সমকাল-এর গোয়ালন্দ প্রতিনিধি আসজাদ হোসেন আজু, ৭১ টেলিভিশন ও বনিক বার্তার রাজবাড়ী প্রতিনিধি মেহেদী হাসান, যুগ্ন সাধারণ সম্পাদক ও যুগান্তর এর গোয়ালন্দ প্রতিনিধি শামীম শেখ, যায়যাযদিন এর পাংশা প্রতিনিধি মাসুদ রেজা শিশির, কালুখালী প্রেসক্লাবের সভাপতি ও যায়যায়দিন-এর কালুখালী প্রতিনিধি ফজলুল হক, কালুখালী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, বালিয়াকান্দি রিপোটার্স ক্লাবের সভাপতি সঞ্জিত দাস, বালিয়াকান্দি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুজ্জামান লিটন, দৈনিক যুগান্তর বালিয়াকান্দি প্রতিনিধি আনোয়ার হোসেন ও একুশে টেলিভিশনের সাভার প্রতিনিধি কামরুজ্জামান প্রমূখ।

এছাড়া এ কর্মসূচি পালনকালে গোয়ালন্দ, রাজবাড়ী জেলা সদর, বালিয়াকান্দি, কালুখালী ও পাংশা উপজেলার কর্মরত অনেক সংবাদকর্মী উপস্থিত ছিলেন। সাংবাদিকরা অবিলম্বে সারা দেশের সাংবাদিকদের ওপর নির্যাতন বন্ধের দাবী জানান।

একই সাথে ডিজিটাল নিরাপত্তা আইনের নামে সাংবাদিকদের মুখ বন্ধ করার অপকৌশলের তীব্র বিরোধিতা করেন। সাংবাদিকরা অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইনের নামে কালো আইন বাতিলেরও দাবী জানান। তা না হলে অবশ্যই এই আইনের সংশোধনের জোর দাবি জানান।

সঞ্চালনা করেন রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক ও আমাদের সময়ের রাজবাড়ী প্রতিনিধি সোহেল রানা।

(একেএমজি/এসপি/সেপ্টেম্বর ১৭, ২০২২)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test