E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গণধর্ষণের শিকার মুক্তিযোদ্ধার সন্তান, প্রতিবাদে সমাবেশ মানববন্ধন

২০২২ সেপ্টেম্বর ১৭ ১৮:১৩:৪০
গণধর্ষণের শিকার মুক্তিযোদ্ধার সন্তান, প্রতিবাদে সমাবেশ মানববন্ধন

তুষার বাবু, নেত্রকোণা : নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলায় ঘটে যাওয়া এক ন্যাক্কারজনক ধর্ষণের ঘটনায় শনিবার এক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন আয়োজন করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, নেত্রকোণা জেলা শাখা। 

মানববন্ধনে প্রতিবাদী বক্তব্যে অভিযুক্ত আসামীদের উপযুক্ত শাস্তি ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠার দাবী জানান বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের নেত্রকোণা জেলা শাখার সাধারণ সম্পাদক জনাব রইছ হাবিব খান মুক্তি, ৭১'এর ঘাতক দালাল নির্মূল কমিটি, নেত্রকোণা জেলা শাখার সভাপতি কেশব রঞ্জন সরকার, সহ সভাপতি হুমায়ূন খান পাঠান লিটন, নেত্রকোণা সরকারি কলেজের সাবেক ভিপি ও ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক জনাব শাহীন উদ্দিন, জেলা কৃষক লীগের সদস্য ইকবাল আহমেদ সহ নেত্রকোণা সদর থানা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সহ-সভাপতি রফিকুল ইসলাম ও সদর থানা সন্তান সংসদের সাধারণ সম্পাদক জনাব তারেক আহমেদ।

এ সময় উপস্থিত সাংবাদিকদের সামনে ঘটনার শিকার মুক্তিযোদ্ধার সন্তান রিনা খাতুন সরকারের কাছে আসামীদের গ্রেপ্তার ও উপযুক্ত শাস্তি প্রদান করে ন্যায় বিচার প্রতিষ্ঠার আর্জি জানান। আসামীদের দ্রুত বিচার নিশ্চিত করতে গণমাধ্যমের মাধ্যমে সরকারের কাছে উপযুক্ত সহায়তা প্রার্থনা করেন তিনি।

জানা যায়, গণধর্ষণের শিকার মোসাঃ রিনা খাতুন (৪২) একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। ০৩/০৪/২০২২ তারিখে ধর্ষিতা রিনা খাতুন ও তার পুত্র দশম শ্রেণির ছাত্র রায়হানকে মারধোর করার ঘটনাকে কেন্দ্র করে এক বিবাদমান মামলায় আদালতে জবানবন্দি দিয়ে একলা বাড়ি ফেরার পথে আসামী মোঃ আলমাস মিয়া(৪৫) পিতা - মৃত উমেদ আলী, আসামী মোঃ মানিক (৩০) পিতা- উছমান মিয়া ও আসামী মোঃসিরাজ মিয়া (২৫) পিতা- চানু মিয়া গং এই ন্যাক্কারজনক ঘটনা ঘটায়। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে একটি মামলা দায়ের করা হয়।

(টিবি/এসপি/সেপ্টেম্বর ১৭, ২০২২)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test