E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চুনারুঘাটে পৃথক ঘটনায় ২ জন খুন, আটক ৪

২০১৪ অক্টোবর ১১ ১৬:৩১:২৩
চুনারুঘাটে পৃথক ঘটনায় ২ জন খুন, আটক ৪

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে জমিজমা নিয়ে পারিবারিক বিরোধের জের ধরে পৃথক ঘটনায় ২ যুবক খুন হয়েছে।

পুলিশ জানায়, চুনারুঘাট উপজেলার চান্দপুর গ্রামের মোশাররফ হোসেনের ছেলে রফিক মিয়ার সাথে তারই চাচাতো ভাই লুৎফুর রহমান গংদের জমিজমা নিয়ে বিরোধ চলছিল। তাদের বিরোধ নিষ্পত্তির জন্য শনিবার দুপুরে সালিশ বৈঠক আহবান করা হয়। সালিশের আগেই প্রতিপক্ষের লোকজন রফিক মিয়ার (৩০) উপর হামলা চালালে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় উভয় পক্ষে সংঘর্ষে ১০ জন আহত হয়। আহতদের মধ্যে নিহত রফিকের স্ত্রী জোসনা বেগম, মা নুরজাহান বেগম, ভাই সালাহ উদ্দিন ও ইখতিয়ার উদ্দিনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল এবং রফিকের বোন তাসলিমা আক্তার ও ভাই নাসির উদ্দিনকে চুনারুঘাট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হত্যাকান্ডে জড়িত অভিযোগে চুনারুঘাট থানা পুলিশ আব্দুল মুকিত, লুৎফুর রহমান, গোলাম হোসেন ও ইব্রাহীম মিয়াকে আটক করেছে।

অপরদিকে, একই উপজেলার দুবাউড়া গ্রামে চাচা ও চাচাতো ভাইদের হামলায় নজরুল ইসলাম (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। হামলায় নিহত নজরুলের নিকটাত্মীয় রাসেল মিয়া (২৮) গুরুতর আহত হয়েছেন। তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নজরুল মারা যাওয়ার পরপরই তার চাচা আব্দুল কাদির ও চাচাতো ভাইয়েরা বাড়িতে তালা ঝুলিয়ে পালিয়ে গেছেন। খবর পেয়ে শনিবার দুপুর ১২টায় চুনারুঘাট থানা পুলিশ নিহত নজরুলের লাশ উদ্ধার করে। নিহত নজরুল ওই গ্রামের আব্দুল হামিদের ছেলে।

পুলিশ ময়না তদন্তের জন্য লাশ দুটি হবিগঞ্জ মর্গে প্রেরণ করেছে।

(পিডিএস/এটিআর/আক্টোবর ১১, ২০১৪)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test