E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কালকিনির আড়িয়াল খা নদী থেকে কারেন্ট জাল উদ্ধার

২০১৪ অক্টোবর ১১ ১৬:৫১:১৬
কালকিনির আড়িয়াল খা নদী থেকে কারেন্ট জাল উদ্ধার

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের কালকিনির আড়িয়াল খাঁ নদী থেকে শনিবার সকালে আড়াই হাজার মিটার কারেন্ট জাল ও ১৫ কেজি ডিমওয়ালা ইলিশ মাছ উদ্ধার করেছে মৎস্য অধিদপ্তর। পরে তা আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাদারীপুর জেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ আবদুস সালাম ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সরদার মো. মহিউদ্দিনের নেতৃত্বে কালকিনির আড়িয়াল খাঁ নদীর মিয়ারহাট থেকে সাহেবরামপুর লঞ্চঘাট পর্যন্ত অভিযান চালিয়ে আড়াই হাজার মিটার কারেন্ট জাল ও ১৫ কেজি ডিমওয়ালা ইলিশ মাছ উদ্ধার করে। পরে জালগুলো পুড়িয়ে ফেলা হয়। মাছ স্থানীয় এতিমখানায় দান করা হয়। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।

(এএসএ/এটিআর/অক্টোবর ১১, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test